জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ২১: ৪৭

জামালপুরে স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী প্রেমানন্দ ক্ষত্রিয় শোভনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মামলার আসামিপক্ষের আইনজীবী মো. দিদারুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা এই মামলায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। উচ্চ আদালতের আশ্রয় নিব।’ 

মামলা থেকে জানা গেছে, প্রেমানন্দ ক্ষত্রিয় শোভন জামালপুরের দেওয়ানগঞ্জের ইয়াসমিন আক্তারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি ধর্মান্তরিত হয়ে ২০১৫ সালে তাঁকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই শোভন স্ত্রীকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে তাঁদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এর জেরে ২০২০ সালের ১ জুলাই রাতে স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে জ্বলন্ত চুলার ওপর ধাক্কা দিয়ে ফেলে দেন শোভন। এতে দগ্ধ হলে ইয়াসমিনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ১৩ জুলাই মারা যান ইয়াসমিন। 

আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ইয়াসমিনের বড় বোন হাজেরা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় ১৫ জনের সাক্ষীর ভিত্তিতে আসামি প্রেমানন্দ শোভনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। 

নিহত ইয়াসমিন আক্তারের বাড়ি নেত্রকোনায় এবং শোভনের বাড়ি ময়মনসিংহে। চাকরি সূত্র ধরে তাঁরা জামালপুরের দেওয়ানগঞ্জে ভাড়া বাসায় বসবাস করতেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত