Ajker Patrika

নেত্রকোনায় ভগ্নিপতির দায়ের কোপে শ্যালক খুন

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় ভগ্নিপতির দায়ের কোপে শ্যালক খুন

নেত্রকোনা সদরে শ্বশুরের বয়স্ক ভাতার টাকা তোলাকে কেন্দ্র করে ভগ্নিপতির দায়ের কোপে শ্যালক খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রায়দুম বাগড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার দুপুরে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত আবদুস সালাম (৫৫) ওই গ্রামের মৃত রুমালি মিয়ার ছেলে। পেশায় তিনি একজন শ্রমিক। অভিযুক্ত আবুল হাসেম (৬৪) একই গ্রামের বাসিন্দা। 

পুলিশ জানায়, রায়দুম বাগড়া গ্রামের রুমালি মিয়া ২০১৮ সালের ডিসেম্বরে মারা যান। তাঁর মৃত্যুর পর নমিনি হিসেবে বড় মেয়ে রহিমা খাতুন তিন মাসের টাকা তোলেন। ওই টাকা রহিমার স্বামী আবুল হাসেম খরচ করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে রুমালি মিয়ার ছেলে আবদুস সালামের সঙ্গে ভগ্নিপতি আবুল হাসেমের বিরোধ চলছিল। মঙ্গলবার দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আবুল হাসেম ক্ষিপ্ত হয়ে শ্যালককে দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত আবুল হাসেমকে গ্রেপ্তারে অভিযান চালছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত