২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: বাবর খালাস পাওয়ায় মদনে আনন্দ মিছিল

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ২০: ২৯
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ২০: ৩২
বাবর খালাস পাওয়ায় মদনে আনন্দ মিছিল। ছবি: আজকের পত্রিকা

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন আদালত। তাতে তাঁর নিজ এলাকা নেত্রকোনার মদনে আনন্দ মিছিল করেছে বিএনপি। আজ রোববার বিকেলে মদন পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে মিছিল হয়।

মিছিলটি দলীয় কার্যালয় থেকে বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মদন হাজী আব্দুল আজিজ সরকারি ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল আলম তালুকদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।

পৌর বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব শেখ বদরুজ্জামান মানিক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. সাইফ আহমদ সেকুল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মো. শামসুল আলম লালু, শহিদুল ইসলাম বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. শাহজাহান মিল্কী, কৃষক দলের সভাপতি মো. গোলাম মোস্তফা মজলিস, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. আল আমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল, সাধারণ সম্পাদক মো. শামীম হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহমুদ রহমান মিটু, যুগ্ম আহ্বায়ক মো. হাসান মেহেদী প্রমুখ।

উল্লেখ্য, ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স), আপিল এবং জেল আপিলের রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়ে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত