Ajker Patrika

মেঝেতে বসা, গলায় ওড়না প্যাঁচানো তরুণীর লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
মেঝেতে বসা, গলায় ওড়না প্যাঁচানো তরুণীর লাশ উদ্ধার

নেত্রকোনার পূর্বধলায় বারান্দায় গলায় ওড়না প্যাঁচানো মেঝেতে বসা অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার খলিশাউড় ইউনিয়নের রাজিবপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। 

নিহত মোসা. সোনিয়া আক্তার ওরফে সুইটি (২০) ময়মনসিংহের গৌরিপুর উপজেলার ঢেউয়াখোলা ইউপির চর শ্রীরামপুর গ্রামের মো. সুবহানের মেয়ে। তাঁরা মা–বাবা বাড়িতে থাকলেও তিনি নানিকে দেখাশোনার জন্য পূর্বধলায় রাজিবপুরে থাকতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে নানার বাড়িতে সমবয়সী খালার সঙ্গে রাতে ঘুমান সুইটি। রাত ১২টার পরে দিকে বাথরুমে যাওয়ার কথা বলে বের হয় তিনি। আজ সকালে পরিবারের লোকজন ঘরের বারান্দায় আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো সুইটির লাশ দেখতে পাওয়া যায়। তবে তিনি মেঝেতে বসা অবস্থায় ছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সুইটির গলায় ওড়না প্যাঁচানো থাকলেও তিনি মেঝেতে বসা অবস্থায় ছিলেন। ধারণা করা হচ্ছে–পরিকল্পিতভাবে কেউ সুইটিকে হত্যা করে এভাবে ঝুলিয়ে রেখেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। 

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত