Ajker Patrika

ঈশ্বরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
ঈশ্বরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সদরে অবস্থিত বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল হুদা খান।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার। এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং এক্স-রে টেকনিশিয়ান না থাকায় সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে রুম এবং বুডা ডায়াগনস্টিক সেন্টারের টেকনিশিয়ান না থাকায় ওই প্রতিষ্ঠানেরও এক্স-রে রুম সাময়িক সিলগালা করে দেওয়া হয়। এ ছাড়াও ভূমিকা মেডিকেল সার্ভিস সেন্টার নামে একটি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না থাকায় সিলগালা করে দেওয়া হয় এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় ওইটার মাইক্রোস্কোপ নামে একটি রোগ নির্ণয় যন্ত্র জব্দ করা হয়। পরবর্তী দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন করে এবং নতুন রিএজেন্ট এনে মাইক্রোস্কোপটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফেরত নেওয়ার নির্দেশ প্রদান করা হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানান, উপজেলায় ১৫ টির মতো ডায়াগনস্টিক সেন্টার আছে। তার মধ্যে ৫টি প্রতিষ্ঠানের (নবায়নকৃত) লাইসেন্স পাওয়া যায়। বাকি ১০ টির মধ্যে ৭ টির লাইসেন্স আছে তবে নবায়নকৃত নয়। আর ৩টি প্রতিষ্ঠান একেবারেই লাইসেন্সবিহীন।

লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করা হয়েছে। এ দিকে নবায়নকৃত ছাড়া ডায়াগনস্টিক সেন্টারগুলোকে পয়লা জুলাইয়ের মধ্যে লাইসেন্স নবায়ন করার নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল হুদা খান। 

অভিযান পরিচালনার সময় টিএইচওর সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহরিয়ার আহমেদ ফয়সাল, ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) সাদী মোহাম্মদ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত