Ajker Patrika

পুলিশ পদক পেলেন এসআই বিশ্বজিত বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশ পদক পেলেন এসআই বিশ্বজিত বিশ্বাস

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্‌ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবা’ পেয়েছেন এসআই বিশ্বজিত বিশ্বাস। গতকাল মঙ্গলবার পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ পদক গ্রহণ করেন তিনি। 

বিশ্বজিত বিশ্বাস ২০২০ সালে পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলায় যোগদানের পর বহুল আলোচিত মামলা ডিটেকশন, ডাকাত দল গ্রেপ্তার, ক্লুলেস মামলার রহস্য উদ্‌ঘাটন, প্রতারক চক্র গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধারের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর এসব অবদানের জন্য এ পদক পেয়েছেন তিনি। গত বছরের শেষ দিকে তিনি পিবিআই গাজীপুর জেলা ইউনিটে যোগদান করেন। 

এসআই বিশ্বজিত বিশ্বাস বলেন, ‘এসআই সালেহ ইমরান স্যারের অনুপ্রেরণায়, এসআই আনোয়ার, এসআই শহিদুলের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় অনেক গুরুত্বপূর্ণ মামলা ডিটেকশন হয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা ছিল “৮ বছর পর জানা যায় মেয়ের খুনি বাবা নিজেই”, “মামলার বাদীই হয়ে যান খুনের আসামি”—ইত্যাদি।’ 

এসআই বিশ্বজিত বিশ্বাস শেরপুর জেলার সদর থানার মুন্সিবাজার এলাকার ফুলকুমার বিশ্বাসের ছেলে। তিনি ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত