ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ১ শিশু নিহত, আহত অন্তত ৪০

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪৫
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৫৫

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। আজ বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এদের মধ্যে আটজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত শিশু সিন্নাতুন (৫ মাস) ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী গ্রামের। শিশুটির মায়ের অবস্থাও আশঙ্কাজনক। 

স্থানীয় এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, বালু বোঝাই একটি ট্রাকের চাকা নষ্ট হয়ে দুই দিন ধরে বিকল হয়ে পড়েছিল মহাসড়কে। দাঁড়ানো ট্রাকে হঠাৎ বাসটি সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু সিন্নাতুন মারা যায়। 

ত্রিশালে দুর্ঘটনা কবলিত বাসত্রিশাল থানার তদন্ত (ওসি) আবু বকর সিদ্দিক জানান, দুপুর ১২টার দিকে মহাসড়কের কাজীর শিমলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে কেউ নিহত হয়নি। হাসপাতালে নেওয়ার পর ১ শিশু মারা যায়। 

আবু বকর সিদ্দিক আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণে প্রায় আধ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত