Ajker Patrika

যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষিকে বাণিজ্যিকীকরণ করতে হবে: কৃষিমন্ত্রী

বাকৃবি প্রতিনিধি
যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষিকে বাণিজ্যিকীকরণ করতে হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, রোবোটিকস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষিকে বাণিজ্যিকীকরণ করতে হবে। কৃষিকে বাণিজ্যিকীকরণ করলে অনেক কৃষিবিদের কর্মসংস্থান হবে। দেশের অর্থনীতির উন্নয়ন হবে। কৃষির অনেক সম্ভাবনা রয়েছে।

আজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গণতান্ত্রিক শিক্ষক ফোরাম আয়োজিত কৃষিবিদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লুৎফুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইমেরিটাস অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল। গেস্ট অব অনার ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতিত্ব করেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি মো. আবু হাদী নূর আলী খান। 

অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি আবুল ফয়েজ কুতুবী, কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (বাকসু) ভিপি মো. ইয়াছিন আলী, শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রহমতুল্লাহ, বাকসুর সাবেক সহসভাপতি মো. নজিবুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাককে।

বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহ্তেশামূল আলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল। 

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু কৃষিবিদদের প্রথম শ্রেণির পদ মর্যাদা প্রদান করেন। পরবর্তীতে কৃষিবিদদের ওই পদ মর্যাদা মেধাবীদের কৃষিতে যুক্ত করেছে। এখন শুধু কৃষক নয়, কৃষির উন্নয়নে প্রয়োজন কৃষি বিজ্ঞানী। আমরা যখন বঙ্গবন্ধুর কাছে দাবি (কৃষিবিদদের প্রথম শ্রেণির পদ পর্যাদা দিতে হবে) নিয়ে গেলাম তখন তিনি বলেছিলেন বঙ্গবন্ধুর কলম কৃষিবিদদের ১ম শ্রেণির পদ পর্যাদা লিখবে। তিনি তাঁর কথা রেখেছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কৃষিকে অনেক গুরুত্ব দিচ্ছেন। আমাদের কৃষিবিদদের এক হয়ে দেশ গড়তে ভূমিকা রাখতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত