Ajker Patrika

ফেসবুকে হা হা রিয়েক্ট দেওয়ায় ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
নাঈম ইসলাম। ছবি: সংগৃহীত
নাঈম ইসলাম। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হা হা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল বাজারে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় অভিযুক্ত সবুজ মিয়াকে (১৮) এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটক সবুজ নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের ভুট্টু মিয়ার ছেলে। সবুজ মিয়া গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করেন।

নিহত শিক্ষার্থীর নাম নাঈম ইসলাম (১৮)। তিনি নয়াবিল বাজারের মো. ইসমাইল হোসেনের ছেলে। নিহত নাঈম উপজেলার সরকারি নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক মাস আগে সবুজ মিয়া তাঁর ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট দেন। সেই পোস্টে নাঈম হা হা রিয়েক্ট করেন। এই নিয়ে মুঠোফোনে সবুজের সঙ্গে নাঈমের কথা-কাটাকাটি হয়। এ সময় বাড়ি ফিরে নাঈমকে দেখে নেওয়ার হুমকি দেন সবুজ।

এদিকে দুই দিন আগে ঈদের ছুটিতে সবুজ বাড়িতে আসেন। পরে আজ শনিবার বেলা ১১টার দিকে সবুজ নয়াবিল বাজারে নাঈমকে ডেকে পাঠান। নয়াবিল বাজারে অগ্রণী ব্যাংকের পেছনে নিয়ে সবুজ নাঈমের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে সবুজের হাতে থাকা ছুরি দিয়ে নাঈমের বুকে আঘাত করেন। এ সময় নাঈম মাটিতে লুটিয়ে পড়েন।

পরে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে দ্রুত নাঈমকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে নাঈমের মৃত্যু হয়।

অন্যদিকে ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত সবুজকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ফেসবুকে হা হা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত সবুজকে আটক করে থানায় আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী কি সত্যি হলো, ২০২৫ সালে আরও কী হবে

ড. ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত