জামালপুর প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আন্তজেলা ডাকাত দলের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. আ. সাত্তার (৬২)। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হাতিভাঙ্গা ইউনিয়নের দেওয়ানগঞ্জ—ফুলছড়ি গাইবান্ধা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাত্তার ইসলামপুর উপজেলার জিগাতলা এলাকার বাসিন্দা।
আজ সন্ধ্যা ৬টার দিকে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. কামরুজ্জামান এই তথ্য জানান। তিনি বলেন, সাত্তার ২০০৭ সালের ৮ অক্টোবর ইসলামপুর উপজেলার চর নন্দনের পাড়ার জনৈক মো. আসাদের বাড়িতে ডাকাতি করার সময় মারপিট করে গরু চুরি করেন। একই বছর ১৬ ডিসেম্বর ইসলামপুরের সিন্ধুরতলী গ্রামের পূর্ব পাশে যমুনা নদীতে মারপিটসহ ডাকাতি করেন।
এ ছাড়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানায় ২০১৩ সালের ডিসেম্বরে হত্যা মামলা, ২০১৫ সালের নভেম্বরে জামালপুরের বকশীগঞ্জ থানায় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ এবং ২০১৭ সালে ৭ ফেব্রুয়ারি রাতে ইসালামপুর উপজেলা চরবরুল এলাকায় এক মুদি দোকানের ভেতর ছমেদ আলী মেম্বারকে প্রকাশ্যে গুলি করে হত্যার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ সুপার বলেন, ডাকাত সাত্তার যমুনা নদী এবং যমুনা নদীর তীরবর্তী এলাকার সাধারণ মানুষের কাছে এক মূর্তিমান আতঙ্ক ছিলেন। ভাড়াটে খুনি হিসেবে এলাকায় জনশ্রুতি থাকায় সাধারণ জনগণ তাঁর বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না।
তাঁর বিরুদ্ধে ইসলামপুর থানায় ডাকাতি, হত্যাসহ সাতটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁকে আগামীকাল শনিবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান।
ডাকাতদলের প্রধান সাত্তারকে গ্রেপ্তারের খবর ইসলামপুরের চরাঞ্চলে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে আনন্দ উল্লাস করতে দেখা গিয়েছে।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আন্তজেলা ডাকাত দলের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. আ. সাত্তার (৬২)। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হাতিভাঙ্গা ইউনিয়নের দেওয়ানগঞ্জ—ফুলছড়ি গাইবান্ধা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাত্তার ইসলামপুর উপজেলার জিগাতলা এলাকার বাসিন্দা।
আজ সন্ধ্যা ৬টার দিকে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. কামরুজ্জামান এই তথ্য জানান। তিনি বলেন, সাত্তার ২০০৭ সালের ৮ অক্টোবর ইসলামপুর উপজেলার চর নন্দনের পাড়ার জনৈক মো. আসাদের বাড়িতে ডাকাতি করার সময় মারপিট করে গরু চুরি করেন। একই বছর ১৬ ডিসেম্বর ইসলামপুরের সিন্ধুরতলী গ্রামের পূর্ব পাশে যমুনা নদীতে মারপিটসহ ডাকাতি করেন।
এ ছাড়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানায় ২০১৩ সালের ডিসেম্বরে হত্যা মামলা, ২০১৫ সালের নভেম্বরে জামালপুরের বকশীগঞ্জ থানায় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ এবং ২০১৭ সালে ৭ ফেব্রুয়ারি রাতে ইসালামপুর উপজেলা চরবরুল এলাকায় এক মুদি দোকানের ভেতর ছমেদ আলী মেম্বারকে প্রকাশ্যে গুলি করে হত্যার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ সুপার বলেন, ডাকাত সাত্তার যমুনা নদী এবং যমুনা নদীর তীরবর্তী এলাকার সাধারণ মানুষের কাছে এক মূর্তিমান আতঙ্ক ছিলেন। ভাড়াটে খুনি হিসেবে এলাকায় জনশ্রুতি থাকায় সাধারণ জনগণ তাঁর বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না।
তাঁর বিরুদ্ধে ইসলামপুর থানায় ডাকাতি, হত্যাসহ সাতটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁকে আগামীকাল শনিবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান।
ডাকাতদলের প্রধান সাত্তারকে গ্রেপ্তারের খবর ইসলামপুরের চরাঞ্চলে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে আনন্দ উল্লাস করতে দেখা গিয়েছে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
১৮ মিনিট আগেবান্দরবানের আলীকদমে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেরাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
১ ঘণ্টা আগে