Ajker Patrika

‘বিয়েতে রাজি না হওয়ায়’ চাচাশ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২৩, ১৮: ৩৫
‘বিয়েতে রাজি না হওয়ায়’ চাচাশ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নেত্রকোনার মদনে বিয়েতে রাজি না হওয়ায় বাড়িতে অনশনের পর প্রতিবেশী চাচাশ্বশুরের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করেছেন এক গৃহবধূ।

পৌর সদর এলাকার ২০ বছর বয়সী ওই গৃহবধূ গত মঙ্গলবার রাতে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান।

মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, ‘বিয়ের প্রলোভন দিয়ে এক নারীকে ধর্ষণের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

স্থানীয় কাউন্সিলর হক্কু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের দাবিতে ১২ দিন ধরে দিলু মিয়ার বাড়িতে প্রতিবেশী ভাতিজার বউ অনশন করছেন। আমরা অনেক চেষ্টা করেও বিষয়টি মীমাংসা করতে পারিনি। গত মঙ্গলবার রাতে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।’

পুলিশ বলছে, ওই গৃহবধূর সঙ্গে চাচাশ্বশুরের ‘পরকীয়া’ ছিল। ঘটনা জানাজানি হয়ে গেলে স্বামী তাঁকে বাড়ি থেকে বের করে দেন। এরপর তিনি ১০ জুন চাচাশ্বশুরের বাড়িতে অনশনে বসেন। বিয়ের দাবি মেনে না নেওয়ায় গত মঙ্গলবার রাতে মদন থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি।

এক সন্তানের মা ওই গৃহবধূ এখন পর্যন্ত প্রতিবেশী ওই চাচাশ্বশুরের বাড়িতেই অবস্থান করছেন।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত