Ajker Patrika

ময়মনসিংহে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৮: ৫৮
ময়মনসিংহে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১

ময়মনসিংহে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ছয় শিশু, দুই নারী ও তিন পুরুষ রয়েছেন। আশঙ্কাজনক অবস্থা হওয়ায় এক নারীকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। আহত ১০ জনের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরীর চরকালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহতরা হলেন চরকালিবাড়ি এলাকার তারিকুল ইসলাম (৩৫), সোহেল রানা (৫০), ইসমাইল হোসেন (২৫), সালমা বেগম (২৫), কোহিনুর আক্তার (৪০), ইয়াসিন হোসেন (৫), সুলেমান মিয়া (৫), রাহিম মিয়া (৪), তানজিনা আক্তার (৪), মিম আক্তার (৫) ও মানিক মিয়া (৯)।

আহত তারিকুল ইসলাম বলেন, ‘৬ থেকে ৭ বছর ধরে আমি এবং সোহেল রানা এই ব্যবসার সঙ্গে জড়িত। দুপুরে কাজ করার সময় হঠাৎ করে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আমি অন্যত্র পড়ে যাই। তারপর আর কিছু বলতে পারি না। পাশে শিশুরা খেলতে ছিল তারাও দগ্ধ হয়েছে।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, স্থানীয় ইদ্রিস আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে গ্যাস বেলুন তৈরি ও ব্যবসা পরিচালিত হচ্ছিল। প্রতিদিনের মতোই আজও সিলিন্ডার থেকে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় দোকান ও আশপাশে থাকা শিশু-নারীসহ মোট ১১ জন দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক রাকিবুল হাসান বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে কোহিনুর আক্তার নামের এক নারীর শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার্ড করা হয়েছে। বাকিদের অবস্থা শঙ্কামুক্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত