পোশাকর্মীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ৪৩
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ২১: ১৯

জামালপুরের মেলান্দহ উপজেলায় পরিত্যক্ত ইটভাটার পাশ থেকে মৌসুমী আক্তার নার্গিস (২০) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর সাবেক স্বামী জাহিদ হাসানকে (২২) গ্রেপ্তার করেছে জামালপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর শাহপাড়া নিজ বাড়ি থেকে জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া জাহিদ হাসান ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নিদেনু মিয়ার ছেলে। 

পিবিআই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ডেফলাপড়া এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটার পাশে থেকে মৌসুমী আক্তার নার্গিসের (২০) মরদেহ উদ্ধার করে মেলান্দহ থানা-পুলিশ। মৌসুমী আক্তার নার্গিস লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বত্রিশ হাজারি এলাকার জাকির হোসেনের মেয়ে। 

মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, ‘মৌসুমী আক্তার নার্গিস সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতেন। একই পোশাক কারখানায় জাহিদও কাজ করতেন। চাকরিসূত্রে তাঁদের পরিচয় হয় এবং ৬-৭ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর মৌসুমী আক্তার ইসলামপুরে থাকতেন। এক মাস আগে রাগ করে ইসলামপুর থেকে বাবার বাড়িতে চলে যান নার্গিস। গত ৩১ জানুয়ারি গার্মেন্টসে চাকরি নেওয়ার জন্য নার্গিস আবার সাভারে ওই পোশাক কারখানায় যান। গতকাল বৃহস্পতিবার হত্যাকাণ্ডটি ঘটে।’

গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইদ্রিস আলী সরকার বলেন, ‘ঢাকায় থাকার সুবাদে আট মাস আগে জাহিদ হাসান নার্গিসকে বিয়ে করেন। বিয়ের পরে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতেই থাকছিলেন জাহিদ। পারিবারিক কলহের কারণে মাসখানেক আগে জাহিদ হাসানকে খোলা তালাক দিয়ে ঢাকায় চলে যান নার্গিস। জাহিদ হাসান নাপিতেরচর বাজারের মোবাইল ফোন মেরামতের কাজ করতেন।’

মেলান্দহ থানার ওসি ময়নুল ইসলাম বলেন, ‘নিহতের মা বাদী হয়ে মামলা করেছেন।’

এ বিষয়ে পুলিশ সুপার (পিবিআই) এমএম সালাহ উদ্দীন বলেন, ‘নিহতের স্বামী জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত