বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সব সময় পাশে থাকবে: রাষ্ট্রদূত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৪, ২৩: ১৭
আপডেট : ০৩ জুন ২০২৪, ১২: ২৭

সৌদি আরবের রাষ্ট্রদূত এইচ ই এম আর ঈসা বিন ইউসুফ আল-দোহাইলান বলেছেন, আগামী দিনগুলোতে সৌদির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি উন্নতি করা হবে। সৌদি আরব সব সময় বাংলাদেশের পাশে ছিল। বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের আগে থেকেই অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে। বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সব সময় পাশে ছিল এবং থাকবে।

আজ রোববার দুপুরে জামালপুরের ইসলামপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন জেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত এসব কথা বলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন ধর্মমন্ত্রী ও জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।

ধর্মমন্ত্রীর আমন্ত্রণে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ জামালপুর কর্তৃক আয়োজিত ধর্মীয় ও নৈতিকতা উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অবদান, সন্ত্রাস-উগ্রবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা-মাশায়েখগণের করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আসেন সৌদি রাষ্ট্রদূত।

সৌদি রাষ্ট্রদূত আরও বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন, ভ্রাতৃত্ব পূর্ণ, দক্ষ জনশক্তি, ক্রীড়া, সংস্কৃতি, টুরিজম, নিরাপত্তা অংশীদারত্বের প্রমাণ করেছে। আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়ে থাকি। ভবিষ্যতে এটা আরও বেগবান হোক, এটা নিয়ে ধর্মমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আমরা দুই দেশের জনগণ ভাই ভাই, মুসলিম ভ্রাতৃত্ব পূর্ণতা পেয়েছে। ভিসা ছাড়া যাতে সৌদি আরবে ওমরাহ ও হজ পালন করা যায়, সেভাবেই কাজ করে যাচ্ছি। রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান এ রাষ্ট্রদূত।

প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল বলেন, ‘সৌদি সরকারের সার্বিক সহযোগিতায় দেশের আটটি বিভাগে আটটি আইকনিক মসজিদ এবং ঢাকার পূর্বাচলে আরবি ভাষা শিক্ষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হচ্ছে।’ দ্রুত সময়ের মধ্যে কাজগুলো বাস্তবায়নের জন্য সৌদি রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ করেন ধর্মমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—জামালপুর-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ, জামালপুর-১ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল হামিদ জমাদ্দার এবং ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক ড. মহাম্মদ বশিরুল আলম।

জামালপুরের জেলা প্রশাসক মো. শফিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল এবং জামালপুর আইন কলেজ অধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুস সালাম।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত