শেরপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

শেরপুর প্রতিনিধি
আপডেট : ৩০ জুন ২০২৩, ১৬: ০২
Thumbnail image

শেরপুর সদর ও ঝিনাইগাতী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ঝিনাইগাতী উপজেলার কদমতলী এলাকায় শেরপুর-নালিতাবাড়ী সড়কে বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত হন। অপরদিকে সদর উপজেলার কুলুরচর এলাকায় শেরপুর-জামালপুর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে গেলে একজন নিহত হন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল আলম ভুইয়া ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ দুর্ঘটনা দুটির বিষয়ে নিশ্চিত করেন।

নিহতরা হলেন, নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের মনাকুষা গ্রামের মো. রফিক মাস্টারের ছেলে ব্যাটারিচালিত ইজিবাইক যাত্রী রবিউল ইসলাম (৪০), একই ইউনিয়নের বন্ধপাড়া গ্রামের ইজিবাইকের চালক সাইদুল ইসলাম (৩০) এবং সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিঘলদী টিক্কাপাড়া গ্রামের কলেজছাত্র মো. মিশর (১৭)। আজ শুক্রবার দুপুরে নিহতদের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে হস্তান্তরের জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল আলম ভুইয়া আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা থেকে নালিতাবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস ঝিনাইগাতী উপজেলার কদমতলী বাজারের সামনে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় এবং ইজিবাইকে থাকা যাত্রী ও চালক ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, রাত ৮টার দিকে শেরপুর সদর উপজেলার শেরপুর-জামালপুর মহাসড়কের কুলুরচর এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন কলেজছাত্র মো. মিশর। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত