Ajker Patrika

ময়মনসিংহে বাসচাপায় ৭ জন নিহতের ঘটনায় চালকসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বাসচাপায় ৭ জন নিহতের ঘটনায় চালকসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ সাত আরোহী নিহতের ঘটনায় বাসচালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার রাতে শেরপুরের ঝিনাইগাতী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

পরে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন বাসচালক সিরাজুল ইসলাম (৪৫) ও সুপারভাইজার জনি মিয়া (৪২)। তারা দুইজনই শেরপুর সদরের বাসিন্দা। 

এর আগে, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে সদরের আলালপুর সংলগ্ন চর বড়বিলা এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ অটোরিকশার সাত আরোহী ঘটনাস্থলেই মারা যান। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, এ দুর্ঘটনার পরপরই পলাতক বাসচালককে গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে পুলিশ। রাতেই শেরপুরের ঝিনাইগাতী থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় নিহত যাত্রী গোলাম মোস্তফার ভাই মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এই মামলায় বাসচালক ও সহকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত