ভোগাই নদে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ২০: ০১
নদ থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ীতে নদে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পানিহাটা এলাকায় ভোগাই নদে গোসলে নেমে মৃত্যু হয় তাদের।

মারা যাওয়া ওই দুই ভাই হলো—ময়মনসিংহের হালুয়াঘাট শহরের আহমেদ আলীর ছেলে ইফতাখারুল করিম নিহান (১৯) ও হুমায়ুন কবিরের ছেলে এস এম সাজিত (১৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

জামালপুর ফায়ার সার্ভিস ও নিহতের স্বজনেরা জানান, আজ দুপুরে হালুয়াঘাট থেকে ওই দুজনসহ পরিবারের অন্য ১২ সদস্য পানিহাটা এলাকায় বেড়াতে আসে। সাঁতার না জানায় তারা নদীতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরির দল এসে তাদের লাশ উদ্ধার করে।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আবু বক্কর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরে ডুবুরি দলের একজন সদস্য পানিতে ডুবে থাকা দুজনের লাশ উদ্ধার করে।’

বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন। তিনি বলেন, লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত