প্রতিনিধি, ত্রিশাল
নিখোঁজের দুই মাস পেরিয়ে গেলেও সন্ধান পাওয়া যায়নি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের বায়তুল ফালাহ্ হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মো. রামিনের (১২)। রামিনের পরিবার আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খবর নিয়েও তার সন্ধান পায়নি। এ ঘটনায় রামিনের বাবা নিজাম উদ্দিন ৭ জুন ত্রিশাল থানায় জিডি করলেও এখন পর্যন্ত কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ।
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ রামিন ত্রিশালের চরমাদাখালী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। রামিন বালিপাড়ায় তার মাদ্রাসার পাশের সিরাজউদ্দিন নামের একজনের বাড়িতে জায়গির থেকে হেফজ শাখায় পড়ালেখা করত। গত ২৭ মে সকালে মাদ্রাসা থেকে নিখোঁজ হয় সে।
ঘটনার এক দিন পর ওই মাদ্রাসার হাফেজ ইউনুস আলী ফোন করে রামিন নিখোঁজ হওয়ার বিষয়টি তার বাবা নিজাম উদ্দিনকে জানান। এর পর থেকে তাঁকে খোঁজা হচ্ছে।
রামিনের বাবা নিজাম উদ্দিন বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, টঙ্গী, জামালপুর, ইসলামপুরসহ দেশের বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। ছেলের চিন্তায় তার মা এখন শয্যাশায়ী। পুলিশ জানিয়েছে, রামিনকে উদ্ধারের চেষ্টা চলছে।
মাদ্রাসাটির হেফজ শাখার শিক্ষক হাফেজ মো. ইউনুস আলীর মুঠোফোনে অসংখ্যবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, ‘দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।’ একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন উপায়ে খোঁজাখুঁজি করছে বলে জানান তিনি।
নিখোঁজের দুই মাস পেরিয়ে গেলেও সন্ধান পাওয়া যায়নি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের বায়তুল ফালাহ্ হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মো. রামিনের (১২)। রামিনের পরিবার আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খবর নিয়েও তার সন্ধান পায়নি। এ ঘটনায় রামিনের বাবা নিজাম উদ্দিন ৭ জুন ত্রিশাল থানায় জিডি করলেও এখন পর্যন্ত কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ।
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ রামিন ত্রিশালের চরমাদাখালী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। রামিন বালিপাড়ায় তার মাদ্রাসার পাশের সিরাজউদ্দিন নামের একজনের বাড়িতে জায়গির থেকে হেফজ শাখায় পড়ালেখা করত। গত ২৭ মে সকালে মাদ্রাসা থেকে নিখোঁজ হয় সে।
ঘটনার এক দিন পর ওই মাদ্রাসার হাফেজ ইউনুস আলী ফোন করে রামিন নিখোঁজ হওয়ার বিষয়টি তার বাবা নিজাম উদ্দিনকে জানান। এর পর থেকে তাঁকে খোঁজা হচ্ছে।
রামিনের বাবা নিজাম উদ্দিন বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, টঙ্গী, জামালপুর, ইসলামপুরসহ দেশের বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। ছেলের চিন্তায় তার মা এখন শয্যাশায়ী। পুলিশ জানিয়েছে, রামিনকে উদ্ধারের চেষ্টা চলছে।
মাদ্রাসাটির হেফজ শাখার শিক্ষক হাফেজ মো. ইউনুস আলীর মুঠোফোনে অসংখ্যবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, ‘দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।’ একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন উপায়ে খোঁজাখুঁজি করছে বলে জানান তিনি।
গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় একটি সোয়েটার কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন মানুষ।
৪ মিনিট আগেরাজধানীর বিভিন্ন এলাকায় ফের সড়ক অবরোধ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এতে রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধসহ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে...
৮ মিনিট আগেরাজধানীর মিরপুরে একটি টিনশেড বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে...
৩৩ মিনিট আগেফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদারকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কমলাপুরে নিজবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
৪৩ মিনিট আগে