প্রতিনিধি
দুর্গাপুর (নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে দুর্গাপুর থানা–পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার সাব-ইন্সপেক্টর আব্দুল্লাহ আল ফাহাদ।
গ্রেপ্তাররা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুবর্নছড়া গ্রামের মৃত রঞ্জিত পদ ঘোষের ছেলে উজ্জল কুমার ঘোষ (৪৩) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর রামপুর গ্রামের মো. বাবুল হাওলাদারের ছেলে মো. সাইফুল ইসলাম বিপু (২৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রোববার ভোরে দুর্গাপুর পৌরশহরের নাজিরপুর মোড় এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় জিরা, বডি লোশন, সাবান, ওলিভওয়েল, স্ক্রিন ক্রিম জব্দ করা হয়। যার মূল্য প্রায় সাত লাখ টাকা। ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ২৫-বি ধারায় তাদের আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে তারা এ ব্যবসা করছেন বলে জানায়। ভারতীয় এসব পণ্য ঢাকার চক বাজারে বিক্রি করা হতো।
দুর্গাপুর থানার ওসি শাহ নুর-এ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল কাভার্ডভ্যানসহ তাদের গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে রোববার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।
দুর্গাপুর (নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে দুর্গাপুর থানা–পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার সাব-ইন্সপেক্টর আব্দুল্লাহ আল ফাহাদ।
গ্রেপ্তাররা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুবর্নছড়া গ্রামের মৃত রঞ্জিত পদ ঘোষের ছেলে উজ্জল কুমার ঘোষ (৪৩) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর রামপুর গ্রামের মো. বাবুল হাওলাদারের ছেলে মো. সাইফুল ইসলাম বিপু (২৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রোববার ভোরে দুর্গাপুর পৌরশহরের নাজিরপুর মোড় এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় জিরা, বডি লোশন, সাবান, ওলিভওয়েল, স্ক্রিন ক্রিম জব্দ করা হয়। যার মূল্য প্রায় সাত লাখ টাকা। ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ২৫-বি ধারায় তাদের আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে তারা এ ব্যবসা করছেন বলে জানায়। ভারতীয় এসব পণ্য ঢাকার চক বাজারে বিক্রি করা হতো।
দুর্গাপুর থানার ওসি শাহ নুর-এ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল কাভার্ডভ্যানসহ তাদের গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে রোববার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সিলেটে ব্যবসায়ী হাসান মিয়া হত্যা মামলায় বাবাসহ দুই ছেলের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ সোমবার জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন।
৯ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্জাক ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
২১ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব হাওলাদার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি ১০ তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেফেসবুকে আওয়ামী লীগের ভিডিও শেয়ার দেওয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত দেলোয়ার হোসেন ওরফে বগা (৩৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
৪৩ মিনিট আগে