বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আজহারুল ইসলাম। আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীনের দায়িত্ব শেষ হওয়ায় আগামী দুই বছরের জন্য প্রক্টর হিসেবে অধ্যাপক ড. আজহারুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। কাল সোমবার থেকে প্রক্টরের কার্যালয়ের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
অধ্যাপক ড. আজহারুল ইসলাম বর্তমানে পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া প্রক্টর হওয়ার আগে তিনি সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করেছেন তিনি। শিক্ষকতা পেশার শুরুতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব হল এবং পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের হাউস টিউটরের দায়িত্বে ছিলেন।
ড. আজহারুল ইসলাম ১৯৯০ সালে প্রথম শ্রেণিতে এসএসসি, ১৯৯২ সালে এইচএসসি পাস করেন। পরে তিনি ২০০০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ভর্তি হন। তিনি ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, ২০১৬ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২০ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি জাপানের টোকিও কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আজহারুল ইসলাম। আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীনের দায়িত্ব শেষ হওয়ায় আগামী দুই বছরের জন্য প্রক্টর হিসেবে অধ্যাপক ড. আজহারুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। কাল সোমবার থেকে প্রক্টরের কার্যালয়ের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
অধ্যাপক ড. আজহারুল ইসলাম বর্তমানে পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া প্রক্টর হওয়ার আগে তিনি সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করেছেন তিনি। শিক্ষকতা পেশার শুরুতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব হল এবং পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের হাউস টিউটরের দায়িত্বে ছিলেন।
ড. আজহারুল ইসলাম ১৯৯০ সালে প্রথম শ্রেণিতে এসএসসি, ১৯৯২ সালে এইচএসসি পাস করেন। পরে তিনি ২০০০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ভর্তি হন। তিনি ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, ২০১৬ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২০ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি জাপানের টোকিও কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২১ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২৫ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে