মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
সবুজ গাছগাছালিতে ঘেরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি)। যেদিকে চোখ যায় সেদিকেই সবুজ অরণ্যে ভরা। ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় অবস্থিত সবুজে ঘেরা দৃষ্টিনন্দন এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি। দেশের ৪৪ তম পাবলিক বিশ্ববিদ্যালয় এটি।
২০১৭ সালের ২৮ নভেম্বর জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়টি নির্মাণের আইন পাস করা হয়। পরবর্তীতে ২০১৮ সালের ১৯ নভেম্বর উপাচার্য নিয়োগের মাধ্যমে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু করা হয়। এ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং শিক্ষার্থীদের দুটি আবাসিক ভবন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই চোখে পড়বে রাস্তার দু’পাশে সারি সারি দেবদারু গাছ। ক্যাম্পাস চারদিকেই রয়েছে সবুজে ঘেরা শীতল পরিবেশ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টিতে পাঁচটি অনুষদের অধীনে মোট ছয়টি বিভাগ রয়েছে। বিজ্ঞান অনুষদে গণিত, প্রকৌশল অনুষদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ব্যবসায় অনুষদে ব্যবস্থাপনা, জীব ও কৃষিবিজ্ঞান অনুষদের অধীনে ফিশারিজ এবং সামাজিক বিজ্ঞান অনুষদে সমাজকর্ম বিভাগ। প্রতি বিভাগে কোটাসহ মোট শিক্ষার্থীর আসনসংখ্যা ৩৪ এবং বর্তমানে ছয়টি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০০। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে ১০টি অত্যাধুনিক ল্যাব ও দুটি কম্পিউটার ল্যাব।
অপরদিকে, এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২১ এ বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক তালিকাভুক্ত হয়েছেন। নতুন হওয়া সত্ত্বেও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) চুক্তিতে সারা দেশের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। ব্যাঙের দুটি নতুন প্রজাতির আবিষ্কারও করা হয়েছে।
সূত্রে আরও জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পাশের ৫০০ একর জায়গা জুড়ে নির্মাণ করা হবে অত্যাধুনিক ক্যাম্পাস। এ লক্ষ্যে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সমীক্ষা প্রকল্প সম্পন্ন করা হয়েছে। বর্তমানে উন্নয়ন প্রকল্পটি একনেক বৈঠকে উপস্থাপনের অপেক্ষায় রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, ‘নানা সীমাবদ্ধতাকে পাস কাটিয়ে শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা নির্ভর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার। এখানে যোগ্যতাসম্পন্ন গবেষণায় আগ্রহী মেধাবীদের আমরা শিক্ষক ও দক্ষ কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছি। এ ছাড়া আমরা স্থাপন করেছি অত্যাধুনিক ল্যাব। সেখানে ইন্টারনেটের সংযোগও দেওয়া হয়েছে।’
উপাচার্য আরও বলেন, ‘গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’
সবুজ গাছগাছালিতে ঘেরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি)। যেদিকে চোখ যায় সেদিকেই সবুজ অরণ্যে ভরা। ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় অবস্থিত সবুজে ঘেরা দৃষ্টিনন্দন এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি। দেশের ৪৪ তম পাবলিক বিশ্ববিদ্যালয় এটি।
২০১৭ সালের ২৮ নভেম্বর জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়টি নির্মাণের আইন পাস করা হয়। পরবর্তীতে ২০১৮ সালের ১৯ নভেম্বর উপাচার্য নিয়োগের মাধ্যমে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু করা হয়। এ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং শিক্ষার্থীদের দুটি আবাসিক ভবন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই চোখে পড়বে রাস্তার দু’পাশে সারি সারি দেবদারু গাছ। ক্যাম্পাস চারদিকেই রয়েছে সবুজে ঘেরা শীতল পরিবেশ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টিতে পাঁচটি অনুষদের অধীনে মোট ছয়টি বিভাগ রয়েছে। বিজ্ঞান অনুষদে গণিত, প্রকৌশল অনুষদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ব্যবসায় অনুষদে ব্যবস্থাপনা, জীব ও কৃষিবিজ্ঞান অনুষদের অধীনে ফিশারিজ এবং সামাজিক বিজ্ঞান অনুষদে সমাজকর্ম বিভাগ। প্রতি বিভাগে কোটাসহ মোট শিক্ষার্থীর আসনসংখ্যা ৩৪ এবং বর্তমানে ছয়টি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০০। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে ১০টি অত্যাধুনিক ল্যাব ও দুটি কম্পিউটার ল্যাব।
অপরদিকে, এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২১ এ বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক তালিকাভুক্ত হয়েছেন। নতুন হওয়া সত্ত্বেও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) চুক্তিতে সারা দেশের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। ব্যাঙের দুটি নতুন প্রজাতির আবিষ্কারও করা হয়েছে।
সূত্রে আরও জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পাশের ৫০০ একর জায়গা জুড়ে নির্মাণ করা হবে অত্যাধুনিক ক্যাম্পাস। এ লক্ষ্যে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সমীক্ষা প্রকল্প সম্পন্ন করা হয়েছে। বর্তমানে উন্নয়ন প্রকল্পটি একনেক বৈঠকে উপস্থাপনের অপেক্ষায় রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, ‘নানা সীমাবদ্ধতাকে পাস কাটিয়ে শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা নির্ভর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার। এখানে যোগ্যতাসম্পন্ন গবেষণায় আগ্রহী মেধাবীদের আমরা শিক্ষক ও দক্ষ কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছি। এ ছাড়া আমরা স্থাপন করেছি অত্যাধুনিক ল্যাব। সেখানে ইন্টারনেটের সংযোগও দেওয়া হয়েছে।’
উপাচার্য আরও বলেন, ‘গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে