Ajker Patrika

মোহনগঞ্জে জাল টাকা, দেশীয় অস্ত্রসহ বউ-শাশুড়ি আটক

নেত্রকোনা প্রতিনিধি
মোহনগঞ্জে আটক বউ-শাশুড়ি। ছবি: সংগৃহীত
মোহনগঞ্জে আটক বউ-শাশুড়ি। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে জাল টাকা, দেশীয় অস্ত্রসহ দুই নারীকে আটক করেছে যৌথবাহিনী। সম্পর্কে তাঁরা শাশুড়ি ও পুত্রবধূ। গতকাল শনিবার রাত দেড়টার দিকে পৌর শহরের কাজিয়াটি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন, পৌরশহরের কাজিয়াটি গ্রামের শিউলী আক্তার (৪০) ও তাঁর পুত্রবধূ মদিনা আকন্দ (১৮)।

এ সময় ওই দুজনের কাছ থেকে ২ হাজার জাল টাকা, চারটি চায়নিজ কুড়াল, তিনটি চাপাতি, চারটি রামদা, তিনটি ছুরি, পাঁচটি চাকু, ১৬টি মোবাইল ফোন, চারটি সিম ও ৩০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজিয়াটি গ্রামের মাদক ব্যবসায়ী ফয়সালকে আটক করতে গতকাল রাতে অভিযান চালায় যৌথবাহিনী। বিষয়টি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ফয়সালের মা শিউলী আক্তার ও তাঁর স্ত্রী মদিনা আকন্দকে আটক করা হয়। জব্দ দেশীয় অস্ত্র ও টাকা থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত