মোহনগঞ্জে জাল টাকা, দেশীয় অস্ত্রসহ বউ-শাশুড়ি আটক

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১৫: ১১
মোহনগঞ্জে আটক বউ-শাশুড়ি। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে জাল টাকা, দেশীয় অস্ত্রসহ দুই নারীকে আটক করেছে যৌথবাহিনী। সম্পর্কে তাঁরা শাশুড়ি ও পুত্রবধূ। গতকাল শনিবার রাত দেড়টার দিকে পৌর শহরের কাজিয়াটি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন, পৌরশহরের কাজিয়াটি গ্রামের শিউলী আক্তার (৪০) ও তাঁর পুত্রবধূ মদিনা আকন্দ (১৮)।

এ সময় ওই দুজনের কাছ থেকে ২ হাজার জাল টাকা, চারটি চায়নিজ কুড়াল, তিনটি চাপাতি, চারটি রামদা, তিনটি ছুরি, পাঁচটি চাকু, ১৬টি মোবাইল ফোন, চারটি সিম ও ৩০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজিয়াটি গ্রামের মাদক ব্যবসায়ী ফয়সালকে আটক করতে গতকাল রাতে অভিযান চালায় যৌথবাহিনী। বিষয়টি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ফয়সালের মা শিউলী আক্তার ও তাঁর স্ত্রী মদিনা আকন্দকে আটক করা হয়। জব্দ দেশীয় অস্ত্র ও টাকা থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাপ্রধানের কার্যালয় থেকে সরল পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ছবি, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ভারতের

ইরানের নতুন ড্রোনবাহী রণতরি ‘শহীদ বাঘেরি’, ধরা পড়ল স্যাটেলাইটে

চিন্ময় দাসের উত্থান ও বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদের বিকাশ

ফটকে তালা, বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিতে এলেন না কেউ

মাত্র ১১ দিনে যেভাবে আসাদ সরকারের পতন, জানাল বিদ্রোহীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত