সহকর্মীর গুলিতে নিহত কনস্টেবল মনিরুলের জানাজায় মানুষের ঢল

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২৪, ১৫: ১৭
Thumbnail image

ঢাকার ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মীর গুলিতে নিহত পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে ৷ আজ সোমবার সকাল ১০টায় আটপাড়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে মানুষের ঢল নামে। 

মনিরুল ইসলামের জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. খায়রুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন। পরে মনিরুল ইসলামকে বিষ্ণুপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

মনিরুল বিষ্ণুপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত শামসুল হকের ছেলে। মনিরুলরা তিন ভাই তিন বোন। সবার ছোট মনিরুল। 

পরিবারের লোকজন জানায়, ২০১৪ সালে নেত্রকোনার আঞ্জুমান সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন মনিরুল। পরে ময়মনসিংহে একটি বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হয়ে ৪র্থ সেমিস্টার পর্যন্ত পড়াশোনা করেন। এর মধ্যে ২০১৬ সালের শেষের দিকে পুলিশে যোগ দেন। 

তিন বছর আগে জেলার পূর্বধলা উপজেলায় বিয়ে করেন মনিরুল। তাঁর স্ত্রীর নাম তানিয়া আক্তার তন্বী। তাকি নামে তাঁদের দুই বছরের একটি ছেলেসন্তান রয়েছে। 

গত শনিবার দিবাগত রাত পৌনে ১২টা থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে রাজধানীর গুলশান-বারিধারার কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ কনস্টেবল কাওছার আলীর গুলিতে নিহত হন তাঁর সহকর্মী মনিরুল ইসলাম। এ সময় গুলিতে আহত হন জাপানি দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত