Ajker Patrika

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ১২
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরমাদাখালী গ্রামের মাহফুজ আহম্মেদ বাবু (২৩) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। গত সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে সৌদি আরবের দাম্মামে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বড় ভাই শরীফ মাহমুদ দুর্জয় বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত মাহফুজ আহম্মেদ বাবু ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরমাদাখালী গ্রামের মো. ইব্রাহিম হোসেনের ছেলে। 

নিহতের বড় ভাই শরীফ আহমেদ দুর্জয় বলেন, ‘আমার ভাই মাহফুজ পেশাগত ড্রাইভার ছিলেন। মাহফুজ গাড়িতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। গাড়িতে আরেক বাংলাদেশি মাহফুজের বন্ধু রানা রহমানও আহত হয়েছেন। তাঁকে স্থানীয় মেডিকেলে ভর্তি করা হয়েছে। রানা চিকিৎসারত আছেন। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।’ 

নিহত মাহফুজের মরদেহ দাম্মাম মেডিকেল কমপ্লেক্স মর্গে রাখা হয়েছে। 

এদিকে এই মৃত্যুর সংবাদে নিহতের পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত