নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে পূজামণ্ডপে অনুদান দেওয়ার কথা বলে উল্টো ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। পৌরশহরের কাচারিপাড়া সর্বজনীন দুর্গামাতা মন্দিরের এই ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে মন্দির কমিটি।
পুলিশ ও ভুক্তভোগী মন্দির কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার বিকেলে একটি টেলিফোন নম্বর থেকে মন্দিরের সভাপতি সুধেন সূত্রধরের মোবাইলে ফোন আসে। এ সময় সরকারের পক্ষ থেকে কিছু অসচ্ছল মন্দিরে অনুদান দেওয়ার কথা বলে অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়।
সভাপতি বা মন্দিরের নামে কোনো অ্যাকাউন্ট না থাকায় সবার পরামর্শে মন্দির কমিটির সহসভাপতি সুদীপ সরকারের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়। প্রতারক চক্র ফোন কলে থাকা অবস্থায় কৌশলে পিন কোড জেনে নেয়। পরে ৫০ হাজার টাকা অনুদানের কথা বলে উল্টো সেই হিসাবে থাকা প্রায় ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা।
তখন মন্দির কমিটির কেউ বিষয়টি বুঝতে না পারলেও পরে তাঁরা জানতে পারেন, অ্যাকাউন্ট থেকে প্রায় ৩০ হাজার টাকা নেই। ব্যাংকে যোগাযোগ করে তাঁরা নিষয়টি নিশ্চিত হন। পরে গতকাল মঙ্গলবার রাতে এর প্রতিকার চেয়ে নালিতাবাড়ী থানায় জিডি করা হয়।
পূজামণ্ডপের সভাপতি সুধেন সূত্রধর বলেন, ‘কয়েক দিনের বন্যায় এমনিতেই আমাদের এলাকার মানুষের নাজেহাল অবস্থা। তার ওপর এমন পরিস্থিতিতে পূজার অর্থ সংগ্রহ করা আমাদের কষ্টসাধ্য হয়ে পড়েছে। আর এমন সময় প্রতারণার শিকার হয়ে আমরা দিশেহারা। এ বিষয়ে থানায় জিডি করেছি। কিন্তু এর আশানুরূপ ফল পাওয়া যাবে কিনা জানি না।’
এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, মন্দির কমিটির পক্ষ থেকে জিডি করা হয়েছে। প্রতারক চক্রের সদস্যদের ধরার চেষ্টা চলছে।
শেরপুরের নালিতাবাড়ীতে পূজামণ্ডপে অনুদান দেওয়ার কথা বলে উল্টো ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। পৌরশহরের কাচারিপাড়া সর্বজনীন দুর্গামাতা মন্দিরের এই ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে মন্দির কমিটি।
পুলিশ ও ভুক্তভোগী মন্দির কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার বিকেলে একটি টেলিফোন নম্বর থেকে মন্দিরের সভাপতি সুধেন সূত্রধরের মোবাইলে ফোন আসে। এ সময় সরকারের পক্ষ থেকে কিছু অসচ্ছল মন্দিরে অনুদান দেওয়ার কথা বলে অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়।
সভাপতি বা মন্দিরের নামে কোনো অ্যাকাউন্ট না থাকায় সবার পরামর্শে মন্দির কমিটির সহসভাপতি সুদীপ সরকারের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়। প্রতারক চক্র ফোন কলে থাকা অবস্থায় কৌশলে পিন কোড জেনে নেয়। পরে ৫০ হাজার টাকা অনুদানের কথা বলে উল্টো সেই হিসাবে থাকা প্রায় ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা।
তখন মন্দির কমিটির কেউ বিষয়টি বুঝতে না পারলেও পরে তাঁরা জানতে পারেন, অ্যাকাউন্ট থেকে প্রায় ৩০ হাজার টাকা নেই। ব্যাংকে যোগাযোগ করে তাঁরা নিষয়টি নিশ্চিত হন। পরে গতকাল মঙ্গলবার রাতে এর প্রতিকার চেয়ে নালিতাবাড়ী থানায় জিডি করা হয়।
পূজামণ্ডপের সভাপতি সুধেন সূত্রধর বলেন, ‘কয়েক দিনের বন্যায় এমনিতেই আমাদের এলাকার মানুষের নাজেহাল অবস্থা। তার ওপর এমন পরিস্থিতিতে পূজার অর্থ সংগ্রহ করা আমাদের কষ্টসাধ্য হয়ে পড়েছে। আর এমন সময় প্রতারণার শিকার হয়ে আমরা দিশেহারা। এ বিষয়ে থানায় জিডি করেছি। কিন্তু এর আশানুরূপ ফল পাওয়া যাবে কিনা জানি না।’
এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, মন্দির কমিটির পক্ষ থেকে জিডি করা হয়েছে। প্রতারক চক্রের সদস্যদের ধরার চেষ্টা চলছে।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৪ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৫ ঘণ্টা আগে