Ajker Patrika

বঙ্গবন্ধু সম্পর্কে ফেসবুকে ‘আপত্তিকর মন্তব্য’, যুবকের বিরুদ্ধে মামলা

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
বঙ্গবন্ধু সম্পর্কে ফেসবুকে ‘আপত্তিকর মন্তব্য’, যুবকের বিরুদ্ধে মামলা

বঙ্গবন্ধুর খুনিদের বাহবা দিয়ে ফেসবুকে ‘আপত্তিকর তথ্য’ পোস্ট দেওয়ায় নেত্রকোনার বারহাট্টা থানায় মো. শামছুল হক (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ১৫ আগস্টে শামছুল হক তাঁর ফেসবুক আইডি থেকে ওই পোস্ট করেন। অভিযুক্ত যুবক উপজেলার ডেমুরা গ্রামের নতুন বাজার এলাকার নুরুল হকের ছেলে। 

উপজেলা যুব লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মো. শাহীনুর রহমান (৪৪) গতকাল বুধবার রাতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় মো. শামছুল হককে ছাত্র শিবিরের কর্মী বলে উল্লেখ করা হয়। মামলায় আরও বলা হয়, গত ১৫ আগস্ট তাঁর ফেসবুক আইডি ‘Shamsul Haque’ থেকে জাতীয় শোক দিবস সম্পর্কে ‘আপত্তিকর মন্তব্য’ প্রকাশ করে। মামলার বাদী পক্ষের অভিযোগ পোস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে মানহানিকর তথ্য দেওয়া হয়েছে। 

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত শামছুল হক নারায়ণগঞ্জ এলাকায় বসবাস করেন বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত