গুদাম থেকে ভারতীয় কম্বল ও সিগারেট জব্দ: সেই ছাত্রদল নেতা বহিষ্কার 

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ৪৫
Thumbnail image

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এরশাদুর রহমান বিদ্যুৎকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। আজ বুধবার জেলা ছাত্রদলের সহসভাপতি শামছুল হুদা শামীমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সারোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর সিদ্ধান্তে এরশাদুর রহমান বিদ্যুৎকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া ছাত্রদলের সর্বস্তরের নেতা–কর্মীকে তাঁর (এরশাদুর রহমান) সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে রংছাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এরশাদুর রহমানের গুদাম ঘর থেকে ১৭ লাখ ৪৮ হাজার ৫০০ টাকার চোরাচালানের কম্বল ও সিগারেট জব্দ করে যৌথ বাহিনী।

এরশাদুর রহমানের বাড়ি উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সীপুর গ্রামে। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে এরশাদুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় জেলা ছাত্রদল।

netrokona-২জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিএনপি তথা ছাত্রদলের বার্তা স্পষ্ট, অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। দলের যেকোনো পর্যায়ের নেতাই হোক না কেন, অনিয়ম-দুর্নীতিতে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এটা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ।’

উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কলমাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসূলকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত