যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, ২ যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি
Thumbnail image

নেত্রকোনার বারহাট্টায় যাত্রী সেজে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় আরেকজন পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার রাতে আটক ওই দুজনকে আজ শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চন্দ্রপুর থেকে তাঁদের আটক করা হয়। আটক দুজন হলেন উপজেলার অতিথপুর গ্রামের শাখারুল ইসলাম (২৩) ও একই গ্রামের সারোয়ার হোসেন (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা শহরের মডেল মোড় থেকে একটি অটোরিকশা ভাড়া নেয় ওই তিনজন। একপর্যায়ে চন্দ্রপুর হুজরাবাড়ি সড়কে নিয়ে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় চালকের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে দুজনকে আটক করে। অপরজন চালকের পকেট থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই দুজনকে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, আটক দুজন জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া সঙ্গী একই উপজেলার বড়ি গ্রামের রাহুল মিয়া (২০) বলে জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, আটক দুজনকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিকে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় অটোরিকশাচালকের চাচা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত