জামালপুর প্রতিনিধি
জামালপুরে র্যাবের অভিযানে আটক পিয়ারুল ইসলাম (৩৫) নামের এক মাদক কারবারির পায়ুপথ থেকে প্রায় ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার ছোনটিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে তাঁর পায়ুপথ থেকে হেরোইনের দুটি প্যাকেট উদ্ধার করা হয়।
আটক ওই মাদক কারবারি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজশাহী থেকে হেরোইনের চালান নিয়ে জামালপুরে যাচ্ছিলেন।
গতকাল রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী থেকে পেটের ভেতর বহন করে হেরোইনের একটি চালান জামালপুর আসার খবর পেয়ে ছোনটিয়া এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে পিয়ারুল ইসলামকে আটক করা হয়।
পরে পিয়ারুলকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে শারীরিক পরীক্ষা করে তাঁর পায়ুপথে ‘ফরেন অবজেক্ট’ শনাক্ত হয়। পরে তাঁর পায়ুপথে থাকা কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ছোট দুটি প্যাকেট বিশেষ পদ্ধতিতে বের করে আনা হয়। দুটি প্যাকেটে এক শ গ্রাম হেরোইন ছিল। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। এই ঘটনায় জামালপুর সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, গতকাল রোববার রাতে পিয়ারুল ইসলামকে সদর থানায় হস্তান্তর করা হয়। পরে আজ সোমবার সকালে মাদক মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
জামালপুরে র্যাবের অভিযানে আটক পিয়ারুল ইসলাম (৩৫) নামের এক মাদক কারবারির পায়ুপথ থেকে প্রায় ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার ছোনটিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে তাঁর পায়ুপথ থেকে হেরোইনের দুটি প্যাকেট উদ্ধার করা হয়।
আটক ওই মাদক কারবারি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজশাহী থেকে হেরোইনের চালান নিয়ে জামালপুরে যাচ্ছিলেন।
গতকাল রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী থেকে পেটের ভেতর বহন করে হেরোইনের একটি চালান জামালপুর আসার খবর পেয়ে ছোনটিয়া এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে পিয়ারুল ইসলামকে আটক করা হয়।
পরে পিয়ারুলকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে শারীরিক পরীক্ষা করে তাঁর পায়ুপথে ‘ফরেন অবজেক্ট’ শনাক্ত হয়। পরে তাঁর পায়ুপথে থাকা কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ছোট দুটি প্যাকেট বিশেষ পদ্ধতিতে বের করে আনা হয়। দুটি প্যাকেটে এক শ গ্রাম হেরোইন ছিল। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। এই ঘটনায় জামালপুর সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, গতকাল রোববার রাতে পিয়ারুল ইসলামকে সদর থানায় হস্তান্তর করা হয়। পরে আজ সোমবার সকালে মাদক মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
ক্ষোভ প্রকাশ করে জাকির হোসেন বলেন, ‘এমন ছোট্ট সংযোগ সড়কে বিআরটিসির দোতলা বাসে কী করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে এল। সড়কের সামান্য ওপরে বৈদ্যুতিক তার। সেই তারে ছোট পরিবহন চলাচল যেখানে ঝুঁকিপূর্ণ। সেই সড়কে কী করে বিআরটিসির দোতলা বাস চলাচল করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে
৫ মিনিট আগেসুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
১৬ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
৩৮ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
১ ঘণ্টা আগে