পায়ুপথ থেকে বের করা হলো ১০ লাখ টাকার হেরোইন

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ১৫: ৫৩

জামালপুরে র‍্যাবের অভিযানে আটক পিয়ারুল ইসলাম (৩৫) নামের এক মাদক কারবারির পায়ুপথ থেকে প্রায় ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার ছোনটিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে তাঁর পায়ুপথ থেকে হেরোইনের দুটি প্যাকেট উদ্ধার করা হয়।

আটক ওই মাদক কারবারি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজশাহী থেকে হেরোইনের চালান নিয়ে জামালপুরে যাচ্ছিলেন।

গতকাল রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‍্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী থেকে পেটের ভেতর বহন করে হেরোইনের একটি চালান জামালপুর আসার খবর পেয়ে ছোনটিয়া এলাকায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে পিয়ারুল ইসলামকে আটক করা হয়।

পরে পিয়ারুলকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে শারীরিক পরীক্ষা করে তাঁর পায়ুপথে ‘ফরেন অবজেক্ট’ শনাক্ত হয়। পরে তাঁর পায়ুপথে থাকা কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ছোট দুটি প্যাকেট বিশেষ পদ্ধতিতে বের করে আনা হয়। দুটি প্যাকেটে এক শ গ্রাম হেরোইন ছিল। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। এই ঘটনায় জামালপুর সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, গতকাল রোববার রাতে পিয়ারুল ইসলামকে সদর থানায় হস্তান্তর করা হয়। পরে আজ সোমবার সকালে মাদক মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত