Ajker Patrika

ঈশ্বরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু, চালক আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
ঈশ্বরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু, চালক আটক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মোসা. মাকসুদা আক্তার মীম (১৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার মাইজবাগ বাজারে পাছপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই কিশোরীর বাড়ি মাইজবাগ পাছপাড়া গ্রামের মো. ফরিদ মিয়ার মেয়ে। সে স্থানীয় মাইজবাগ আয়েশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসার দাওরায়ে হাদিস বিভাগের শিক্ষার্থী ছিল। ঘটনার দিন সকালে সে মাদ্রাসার যাওয়ার পথে মাইজবাগ বাজার পাছপাড়া নামক স্থানে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়ক পারাপারের সময় একটি পিকআপ ভ্যান এসে ওই কিশোরীকে ধাক্কা দেয়। এতে ওই কিশোরী ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। এ ঘটনায় ঘাতক পিকআপভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত