নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ রোববার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি করা হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ভোগাই নদীর ইজারা বহির্ভূত স্থানে নদীতে গভীর গর্ত করে ও নদীর পাড় ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কিছু অসাধু বালু ব্যবসায়ী। বিভিন্ন স্থানে বালু ব্যবসায়ীরা বালু পরিবহনের জন্য অবৈধভাবে মাটির রাস্তাও নির্মাণ করেন। তাতে নদীপাড়ের বাসিন্দারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাড়িঘর বিলীন হচ্ছে অনেকের।
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ গত সাত দিনে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৩৫টি ড্রেজার মেশিন ও দুই শতাধিক পাইপ ধ্বংস করা হয়। এ ছাড়া তিনটি ড্রেজার মেশিন বিক্রি ও মেরামতের দায়ে তিন ব্যবসায়ীকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানাসহ চার লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।
অবৈধভাবে বালু উত্তোলনে বাধাপ্রাপ্ত হওয়ায় বালু উত্তোলনকারীদের একটি পক্ষ এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে একটি পক্ষ আজ রোববার পৌরশহরে বিক্ষোভ ও সমাবেশের ডাক দেয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজ বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা পৌরশহরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। আজ সকাল থেকে শহরে সেনাবাহিনীকে টহল দিতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়েছি আজ অবৈধভাবে বালু উত্তোলনকারীরা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্তরাও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভের ডাক দেয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।’
ইউএনও আরও বলেন, স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে আজ বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে নালিতাবাড়ী পৌরশহরে সব ধরনের সভা, স্লোগান, যেকোনো ধরনের হট্টগোল, পটকা ফোটানো, বেআইনি সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।’
শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ রোববার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি করা হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ভোগাই নদীর ইজারা বহির্ভূত স্থানে নদীতে গভীর গর্ত করে ও নদীর পাড় ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কিছু অসাধু বালু ব্যবসায়ী। বিভিন্ন স্থানে বালু ব্যবসায়ীরা বালু পরিবহনের জন্য অবৈধভাবে মাটির রাস্তাও নির্মাণ করেন। তাতে নদীপাড়ের বাসিন্দারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাড়িঘর বিলীন হচ্ছে অনেকের।
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ গত সাত দিনে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৩৫টি ড্রেজার মেশিন ও দুই শতাধিক পাইপ ধ্বংস করা হয়। এ ছাড়া তিনটি ড্রেজার মেশিন বিক্রি ও মেরামতের দায়ে তিন ব্যবসায়ীকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানাসহ চার লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।
অবৈধভাবে বালু উত্তোলনে বাধাপ্রাপ্ত হওয়ায় বালু উত্তোলনকারীদের একটি পক্ষ এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে একটি পক্ষ আজ রোববার পৌরশহরে বিক্ষোভ ও সমাবেশের ডাক দেয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজ বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা পৌরশহরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। আজ সকাল থেকে শহরে সেনাবাহিনীকে টহল দিতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়েছি আজ অবৈধভাবে বালু উত্তোলনকারীরা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্তরাও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভের ডাক দেয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।’
ইউএনও আরও বলেন, স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে আজ বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে নালিতাবাড়ী পৌরশহরে সব ধরনের সভা, স্লোগান, যেকোনো ধরনের হট্টগোল, পটকা ফোটানো, বেআইনি সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।’
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
১ ঘণ্টা আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
১ ঘণ্টা আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
১০ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১১ ঘণ্টা আগে