Ajker Patrika

ঈশ্বরগঞ্জে কলেজছাত্রী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
ঈশ্বরগঞ্জে কলেজছাত্রী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত বৃহস্পতিবার সাদিয়া আফরোজা (১৯) নামের এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়। তাঁর পরিবারের দাবি, পরিকল্পিতভাবে সাদিয়াকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে আজ সোমবার দুপুরে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান কাঞ্চন, সাবেক কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রায়হান আহমেদ বাবু, নিহত সাদিয়ার বাবা মো. আব্দুল্লাহ আল মামুনসহ প্রমুখ। 

বিক্ষোভ কর্মসূচিতে খালিদ হাসান টিটুসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানিয়েছেন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা। 

প্রসঙ্গত, ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের সুজন মিয়ার ছেলে খালিদ হাসান টিটুর (২৩) সঙ্গে পরিবারের অমতে ৭-৮ মাস আগে বিয়ে হয় একই এলাকার মো. আব্দুল্লাহ আল মামুনের মেয়ে সাদিয়া আফরোজার (১৯)। টিটু একটি শোরুমে কাজ করে। এদিকে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ থেকে আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল সাদিয়া আফরোজার। 

গত বৃহস্পতিবার দুপুরে নিজ ঘর থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সিলিং ফ্যানে ঝুলন্ত দেহ উদ্ধার করে সাদিয়ার স্বামী টিটু। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন। সাদিয়ার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সেখান থেকে পালিয়ে যান টিটু।

চিকিৎসকেরা জানান, হাসপাতালে নেওয়ার আগেই সাদিয়ার মৃত্যু হয়। তাঁর গলায় একটা দাগও পাওয়া গেছে। 

এ ঘটনায় নিহত সাদিয়ার বাবা মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে গত শুক্রবার ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয় নিহত সাদিয়ার স্বামী খালিদ হাসান টিটুকে। অন্য আসামিরা হলেন-দেবর মো. দ্বীপ মিয়া ওরফে আওলাদ হোসেন দ্বীপ, শ্বশুর মো. সুজন মিয়া ও শাশুড়ি হোসনে আরা বেগম। 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ‘এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত