Ajker Patrika

গ্রামপুলিশকে মারধর করায় পুলিশের এসআই প্রত্যাহার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ২১: ২০
গ্রামপুলিশকে মারধর করায় পুলিশের এসআই প্রত্যাহার

ঈশ্বরগঞ্জে আবু তাহের (৩২) নামের এক গ্রামপুলিশ সদস্যকে মারধরের অভিযোগে ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হোসাইন মোহাম্মদ আরাফাতকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার রাতে তাঁকে ময়মনসিংহ জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া।

পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নে গ্রামপুলিশ সদস্য হিসেবে কর্মরত রয়েছেন মো. আবু তাহের। তিনি ইউনিয়নটির পানান এলাকার দায়িত্বে রয়েছেন। গতকাল থানায় সাপ্তাহিক হাজিরা দিতে যান তাহের। এ সময় গ্রামপুলিশ সদস্যদের হাজিরা নিচ্ছিলেন এসআই আরাফাত। একপর্যায়ে আগের একটি বিষয়ে তাহেরকে থানার ভেতরে ডেকে নিয়ে মারধর করেন এসআই আরাফাত। একই সঙ্গে ওই গ্রামপুলিশের চাকরি খেয়ে ফেলারও হুমকি দেন এসআই। ওই অবস্থায় বিষয়টির প্রতিকার চেয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী তাহের। 

এ বিষয়ে গ্রামপুলিশ সদস্য আবু তাহের বলেন, ‘পূর্বের একটি ছোট্ট বিষয়ে ক্ষুব্ধ ছিলেন এসআই আরাফাত। গতকাল থানায় সাপ্তাহিক হাজিরা দিতে গেলে আমাকে থানার ভেতরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন এবং আমার চাকরি খেয়ে ফেলার ভয় দেখান।’ 

এ বিষয়ে জানতে অভিযুক্ত এসআই আরাফাতের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। 

ঈশ্বরগঞ্জের ইউএনও মোছাম্মৎ হাফিজা জেসমিন বলেন, অভিযোগ পাওয়ার পর ওসিকে তদন্ত করে জানাতে বলা হয়েছে। এসআইয়ের কাছেও বিষয়টি জানতে চাওয়া হলেও তিনি স্বীকার করেননি। বেশ কিছু কারণে এলাকায় গেলে ওই গ্রামপুলিশকে পাওয়া যেত না বলে জানানো হয়েছে। 

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন, এ ঘটনায় থানা থেকে এসআই হোসাইন মোহাম্মদ আরাফাতকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত