Ajker Patrika

সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ ওঠা সেই পুলিশ কর্মকর্তাকে বদলি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ ওঠা সেই পুলিশ কর্মকর্তাকে বদলি

ঘুষ নেওয়াসহ সেবাপ্রার্থীদের হয়রানি করার অভিযোগ ওঠা জামালপুরের বকশীগঞ্জের কামালের বার্ত্তী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলামকে বদলি করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুদ বদলির বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে গতকাল শুক্রবার জামালপুর পুলিশ সুপারের (এসপি) কার্যালয় থেকে এসআই মো. খাইরুল ইসলামকে জেলার দেওয়ানগঞ্জ থানার আওতায় সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে বদলির আদেশ দেওয়া হয়। 

জানা গেছে, গত ৬ মে ঘুষ আদায়সহ সেবাপ্রার্থীদের হয়রানি করার অভিযোগ তোলেন এসআই মো. খাইরুল ইসলামের বিরুদ্ধে।  কামালের বার্ত্তী বাজারের ব্যবসায়ী মোশারফ হোসেন জামালপুরের এসপি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে এসপি মো. কামরুজ্জামান তদন্ত করে প্রতিবেদন দিতে দায়িত্ব দিয়েছেন পুলিশের দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীকে। ইতিমধ্যে এসআই মো. খাইরুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তকাজ শুরু করা হয়েছে। 

তদন্তের দায়িত্বে থাকা দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার মোবাইল ফোনে চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেনি। 

অভিযোগকারী মোশারফ হোসেন অভিযোগে উল্লেখ করেছেন, ২০২৩ সালের ৩০ জুন গভীর রাতে কামালের বার্ত্তী বাজারে তাঁর ব্যবসায়ী প্রতিষ্ঠান আগুনে পুড়ে অন্তত দেড় কোটি টাকা মূল্যের ক্ষতি হয়। অগ্নিকাণ্ডে পার্শবর্তী ব্যবসায়ী বাবু মিয়া, আব্দুল মজিদ মিয়া, আরফান আলী, আব্দুল হালিম মেম্বার এবং আলমাছ আলীর দোকানও পুড়ে যায়। এ নিয়ে আইনি প্রতিকার চাওয়ায় মোশারফ হোসেনসহ ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের কাছে ১৬ হাজার টাকা ঘুষ নেন এসআই খাইরুল। এ ছাড়া মোশারফ হোসেনের দোকান থেকে ২৭০০ টাকার মূল্যে ২৫ কেজির দুই বস্তা চাল নিয়েও টাকা দেননি এসআই খাইরুল। 

তবে অভিযুক্ত এসআই খাইরুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, আইন মেনেই পুলিশি সেবা দিয়ে যাচ্ছেন তিনি। তদন্তের পরই সত্য বেরিয়ে আসবে।’ 

এ বিষয়ে যোগাযোগ করা হলে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুদ বলেন, ‘বকশীগঞ্জের কামালের বার্ত্তী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ খাইরুল ইসলামকে সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে বদলি করা হয়েছে। তবে কী কারণে তাঁকে বদলি করা হয়েছে, সেটা এই মুহূর্তে বলতে পারছি না।’ 

তিনি আরও বলেন, ‘খাইরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন এসআই মো. আব্দুল হান্নান। তিনি ইতিমধ্যে কামালের বার্ত্তী পুলিশ তদন্তকেন্দ্রে যোগদান করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত