ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
ঘুষ নেওয়াসহ সেবাপ্রার্থীদের হয়রানি করার অভিযোগ ওঠা জামালপুরের বকশীগঞ্জের কামালের বার্ত্তী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলামকে বদলি করা হয়েছে।
আজ শনিবার দুপুরে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুদ বদলির বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল শুক্রবার জামালপুর পুলিশ সুপারের (এসপি) কার্যালয় থেকে এসআই মো. খাইরুল ইসলামকে জেলার দেওয়ানগঞ্জ থানার আওতায় সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে বদলির আদেশ দেওয়া হয়।
জানা গেছে, গত ৬ মে ঘুষ আদায়সহ সেবাপ্রার্থীদের হয়রানি করার অভিযোগ তোলেন এসআই মো. খাইরুল ইসলামের বিরুদ্ধে। কামালের বার্ত্তী বাজারের ব্যবসায়ী মোশারফ হোসেন জামালপুরের এসপি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে এসপি মো. কামরুজ্জামান তদন্ত করে প্রতিবেদন দিতে দায়িত্ব দিয়েছেন পুলিশের দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীকে। ইতিমধ্যে এসআই মো. খাইরুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তকাজ শুরু করা হয়েছে।
তদন্তের দায়িত্বে থাকা দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার মোবাইল ফোনে চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেনি।
অভিযোগকারী মোশারফ হোসেন অভিযোগে উল্লেখ করেছেন, ২০২৩ সালের ৩০ জুন গভীর রাতে কামালের বার্ত্তী বাজারে তাঁর ব্যবসায়ী প্রতিষ্ঠান আগুনে পুড়ে অন্তত দেড় কোটি টাকা মূল্যের ক্ষতি হয়। অগ্নিকাণ্ডে পার্শবর্তী ব্যবসায়ী বাবু মিয়া, আব্দুল মজিদ মিয়া, আরফান আলী, আব্দুল হালিম মেম্বার এবং আলমাছ আলীর দোকানও পুড়ে যায়। এ নিয়ে আইনি প্রতিকার চাওয়ায় মোশারফ হোসেনসহ ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের কাছে ১৬ হাজার টাকা ঘুষ নেন এসআই খাইরুল। এ ছাড়া মোশারফ হোসেনের দোকান থেকে ২৭০০ টাকার মূল্যে ২৫ কেজির দুই বস্তা চাল নিয়েও টাকা দেননি এসআই খাইরুল।
তবে অভিযুক্ত এসআই খাইরুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, আইন মেনেই পুলিশি সেবা দিয়ে যাচ্ছেন তিনি। তদন্তের পরই সত্য বেরিয়ে আসবে।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুদ বলেন, ‘বকশীগঞ্জের কামালের বার্ত্তী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ খাইরুল ইসলামকে সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে বদলি করা হয়েছে। তবে কী কারণে তাঁকে বদলি করা হয়েছে, সেটা এই মুহূর্তে বলতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘খাইরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন এসআই মো. আব্দুল হান্নান। তিনি ইতিমধ্যে কামালের বার্ত্তী পুলিশ তদন্তকেন্দ্রে যোগদান করেছেন।’
ঘুষ নেওয়াসহ সেবাপ্রার্থীদের হয়রানি করার অভিযোগ ওঠা জামালপুরের বকশীগঞ্জের কামালের বার্ত্তী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলামকে বদলি করা হয়েছে।
আজ শনিবার দুপুরে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুদ বদলির বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল শুক্রবার জামালপুর পুলিশ সুপারের (এসপি) কার্যালয় থেকে এসআই মো. খাইরুল ইসলামকে জেলার দেওয়ানগঞ্জ থানার আওতায় সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে বদলির আদেশ দেওয়া হয়।
জানা গেছে, গত ৬ মে ঘুষ আদায়সহ সেবাপ্রার্থীদের হয়রানি করার অভিযোগ তোলেন এসআই মো. খাইরুল ইসলামের বিরুদ্ধে। কামালের বার্ত্তী বাজারের ব্যবসায়ী মোশারফ হোসেন জামালপুরের এসপি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে এসপি মো. কামরুজ্জামান তদন্ত করে প্রতিবেদন দিতে দায়িত্ব দিয়েছেন পুলিশের দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীকে। ইতিমধ্যে এসআই মো. খাইরুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তকাজ শুরু করা হয়েছে।
তদন্তের দায়িত্বে থাকা দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার মোবাইল ফোনে চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেনি।
অভিযোগকারী মোশারফ হোসেন অভিযোগে উল্লেখ করেছেন, ২০২৩ সালের ৩০ জুন গভীর রাতে কামালের বার্ত্তী বাজারে তাঁর ব্যবসায়ী প্রতিষ্ঠান আগুনে পুড়ে অন্তত দেড় কোটি টাকা মূল্যের ক্ষতি হয়। অগ্নিকাণ্ডে পার্শবর্তী ব্যবসায়ী বাবু মিয়া, আব্দুল মজিদ মিয়া, আরফান আলী, আব্দুল হালিম মেম্বার এবং আলমাছ আলীর দোকানও পুড়ে যায়। এ নিয়ে আইনি প্রতিকার চাওয়ায় মোশারফ হোসেনসহ ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের কাছে ১৬ হাজার টাকা ঘুষ নেন এসআই খাইরুল। এ ছাড়া মোশারফ হোসেনের দোকান থেকে ২৭০০ টাকার মূল্যে ২৫ কেজির দুই বস্তা চাল নিয়েও টাকা দেননি এসআই খাইরুল।
তবে অভিযুক্ত এসআই খাইরুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, আইন মেনেই পুলিশি সেবা দিয়ে যাচ্ছেন তিনি। তদন্তের পরই সত্য বেরিয়ে আসবে।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুদ বলেন, ‘বকশীগঞ্জের কামালের বার্ত্তী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ খাইরুল ইসলামকে সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে বদলি করা হয়েছে। তবে কী কারণে তাঁকে বদলি করা হয়েছে, সেটা এই মুহূর্তে বলতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘খাইরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন এসআই মো. আব্দুল হান্নান। তিনি ইতিমধ্যে কামালের বার্ত্তী পুলিশ তদন্তকেন্দ্রে যোগদান করেছেন।’
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
৪০ মিনিট আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
১ ঘণ্টা আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
১০ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১০ ঘণ্টা আগে