Ajker Patrika

গাছ উপড়ে বিদ্যুতের তারের ওপর, দুর্ঘটনার শঙ্কা

মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২২, ১৬: ০৭
গাছ উপড়ে বিদ্যুতের তারের ওপর, দুর্ঘটনার শঙ্কা

ঝড়ের কবলে কাঁঠালগাছ উপড়ে পড়েছে বিদ্যুতের (৪০০ ভোল্টেজের লাইন) তারের ওপর। গাছের ভারে নিচের দিকে ঝুলে পড়ছে ওই তার। দীর্ঘদিন এ অবস্থা চললেও সমাধানের কোনো উদ্যোগ নেই। ফলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।

আজ শনিবার সরেজমিনে দেখা যায়, ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের টিঅ্যান্ডটি রোডে ঝড়ের কবলে উপড়ে পড়া একটি কাঁঠালগাছ বিদ্যুতের তারের ওপর পড়ে আছে। ঝুঁকিপূর্ণ এ অবস্থায় সড়কের ওপরেই ঝুলে আছে গাছটি। অনেক দিন হয়ে গেলেও গাছটি কাটার উদ্যোগ না নেওয়ায় আতঙ্কে রয়েছে স্থানীয় পথচারীসহ আশপাশের বাড়ির বাসিন্দারা। 

বিদ্যুতের তারটি যে বাড়ির পাশেই ঝুলে আছে, ওই বাড়ির মালিক মো. জুয়েল মিয়া বলেন, ‘কাঁঠালগাছটির মালিক দীর্ঘদিন যাবৎ বাড়িতে থাকেন না। কিছুদিন আগে ঝড়ের কবলে কাঁঠালগাছটি তারের ওপর এসে পড়ে। দিনে দিনেই তার নিচের দিকে ঝুলছে। এতে সবচেয়ে বেশি আতঙ্কে আছি আমরা।’ বিদ্যুতের তারের ওপর থেকে দ্রুত গাছটি সরানোর দাবি জানান জুয়েল। 

স্থানীয় বাসিন্দা মো. জহিরুল ইসলাম বলেন, ‘এই রাস্তা দিয়ে অটোরিকশা, রিকশা, ভ্যানগাড়িসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। শুধু তাই নয়, স্থানীয় পথচারীসহ পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাসিন্দারাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এই পথে চলাচল করে। গুরুত্বপূর্ণ এই রাস্তার ওপর অনেক দিন যাবৎ বিদ্যুতের তারে গাছটি এভাবেই ঝুলে আছে। এ অবস্থায় গাছের মালিক কিংবা বিদ্যুৎ অফিসের লোকজনও গাছটি কাটার উদ্যোগ নিচ্ছেন না। বিষয়টি সত্যিই দুঃখজনক।’

কাঁঠালগাছের মালিক মো. ইব্রাহিম বলেন, ‘আমি দীর্ঘদিন যাবৎ বাড়িতে নেই। যখন জানতে পেরেছি কাঁঠালগাছ উপড়ে বিদ্যুতের তারের ওপর পড়েছে, তাৎক্ষণিক বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেছি। পরে বিদ্যুৎ অফিসের লোকজন সরেজমিনে দেখে এসেছে। দু-এক দিনের মধ্যেই বিদ্যুতে অফিসের লোকজনের উপস্থিতিতে গাছটি কাটা হবে।’ 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) সৈকত মাহমুদ বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। বিষয়টি সম্বন্ধে অবগত নই। খোঁজ নিয়ে লোক পাঠিয়ে দ্রুত গাছটি কাটার ব্যবস্থা নেব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত