কলমাকান্দায় বিদ্যুতায়িত হয়ে সাবেক সেনাসদস্যসহ নিহত ২

নেত্রকোনা প্রতিনিধি
Thumbnail image
বিদ্যুতায়িত তিনজনকে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুতায়িত হয়ে সাবেক সেনা সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শুনই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার শুনই গ্রামের সাবেক সেনা সদস্য রফিক ফকির (৫০) এবং তার বাড়িতে কাজ করা রুপায়ন মিয়া (২৮)। এ ঘটনায় জাহিদুল ইসলাম নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ এ সব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে কৃষিকাজের জন্য বৈদ্যুতিক সেচ পাম্প চালু করছিলেন রফিক। এ সময় অন্য দুজনও তার সঙ্গে ছিলেন। অসাবধানতার ছেঁড়া তারের মাধ্যমে বিদ্যুতায়িত হন রফিক। অন্য দুজন বাঁচাতে গেলে তাঁরাও বিদ্যুতায়িত হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিক ও রুপায়নকে মৃত ঘোষণা করেন। আর জাহেদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত মমেক হাসপাতালে পাঠানো হয়।

ওসি মোহাম্মদ ফিরোজ বেলা একটার দিকে বলেন, বিদ্যুতায়িত হয়ে দুজন মৃত্যুর খবর পেয়ে এ মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত জেনে পরে এ বিষয়ে আরও জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত