জামালপুর প্রতিনিধি
জামালপুরে কমিউটার ট্রেনে হামলার ঘটনায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুর সদরের নরুন্দি স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে হামলার ঘটনায় রাতেই তাদের পুলিশে দেওয়া হয়।
আটক কিশোররা হলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি পূর্বপাড়া এলাকার কিশোর (১৫), একই এলাকার মারুফ হোসেন (১৮), রাকিব হোসেন (২০), রাকিব হাসান (১৮), মো. শিহাব উদ্দিন (২২) এবং একই উপজেলার ডওয়াখোলা এলাকার শাকিল আহম্মেদ (১৮)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের এক ছাত্রের সঙ্গে শত্রুতার জেরে গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে ময়মনসিংহ থেকে জামালপুরের বাড়ি ফিরছিলেন এক ছাত্র। ময়মনসিংহ স্টেশন থেকে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের ছয় সদস্য একই ট্রেনে ওঠে। কিশোর গ্যাংয়ের সদস্যরা পিয়ারপুর স্টেশনে নেমে ওই ছাত্রকে ট্রেন থেকে টেনে-হিঁচড়ে নামানোর চেষ্টা করে। তবে যাত্রীদের বাধার মুখে তাকে নামানো সম্ভব হয়নি।
ট্রেনটি নরুন্দি স্টেশনে বিরতি দিলে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে ওই ছাত্রকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে যাত্রীদের ওপর হামলা চালায়। এ সময় তারা ট্রেনের জানালা ভাঙচুর শুরু করে। যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেনের জানালা দরজা বন্ধ করে দেয়। ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিলে কিশোর গ্যাংয়ের ছয় সদস্য স্টেশনে ঘোরাফেরা করতে থাকলে স্টেশনে থাকা লোকজন তাদের আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু ঘটনাটি রেল বিভাগের, আমরা আটক কিশোরদের বিষয়টি রেলওয়ে থানার পুলিশকে জানিয়েছি। পুলিশ এসে তাদের নিয়ে যাবে। এ বিষয়ে রেলওয়ে থানায় মামলা হবে। তবে যে ছাত্রের সঙ্গে ঘটনা ঘটেছে, তাকে চিহ্নিত করা যায়নি।’
জামালপুরে কমিউটার ট্রেনে হামলার ঘটনায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুর সদরের নরুন্দি স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে হামলার ঘটনায় রাতেই তাদের পুলিশে দেওয়া হয়।
আটক কিশোররা হলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি পূর্বপাড়া এলাকার কিশোর (১৫), একই এলাকার মারুফ হোসেন (১৮), রাকিব হোসেন (২০), রাকিব হাসান (১৮), মো. শিহাব উদ্দিন (২২) এবং একই উপজেলার ডওয়াখোলা এলাকার শাকিল আহম্মেদ (১৮)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের এক ছাত্রের সঙ্গে শত্রুতার জেরে গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে ময়মনসিংহ থেকে জামালপুরের বাড়ি ফিরছিলেন এক ছাত্র। ময়মনসিংহ স্টেশন থেকে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের ছয় সদস্য একই ট্রেনে ওঠে। কিশোর গ্যাংয়ের সদস্যরা পিয়ারপুর স্টেশনে নেমে ওই ছাত্রকে ট্রেন থেকে টেনে-হিঁচড়ে নামানোর চেষ্টা করে। তবে যাত্রীদের বাধার মুখে তাকে নামানো সম্ভব হয়নি।
ট্রেনটি নরুন্দি স্টেশনে বিরতি দিলে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে ওই ছাত্রকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে যাত্রীদের ওপর হামলা চালায়। এ সময় তারা ট্রেনের জানালা ভাঙচুর শুরু করে। যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেনের জানালা দরজা বন্ধ করে দেয়। ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিলে কিশোর গ্যাংয়ের ছয় সদস্য স্টেশনে ঘোরাফেরা করতে থাকলে স্টেশনে থাকা লোকজন তাদের আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু ঘটনাটি রেল বিভাগের, আমরা আটক কিশোরদের বিষয়টি রেলওয়ে থানার পুলিশকে জানিয়েছি। পুলিশ এসে তাদের নিয়ে যাবে। এ বিষয়ে রেলওয়ে থানায় মামলা হবে। তবে যে ছাত্রের সঙ্গে ঘটনা ঘটেছে, তাকে চিহ্নিত করা যায়নি।’
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) তিন শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে
৬ মিনিট আগেসিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার জেলার অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) কানিজ ফাতিমা এই রায় ঘোষণা করেন।
৯ মিনিট আগে৬৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক ঘটনায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী ২ জনকে আটক করেছে।
১২ মিনিট আগেচট্টগ্রামে মাদ্রাসাশিক্ষার্থীকে (১১) ধর্ষণের ঘটনায় করা মামলায় প্রতিষ্ঠানটির বাবুর্চিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম ফেরদৌস আরা আসামির উপস্থিতিতে এ রায় দেন। তা ছাড়া আসামিকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদ
১৫ মিনিট আগে