Ajker Patrika

ত্রিশালে শিশু নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

প্রতিনিধি
ত্রিশালে শিশু নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে শিশু (১৪) নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার উপজেলার ত্রিশাল ইউনিয়নের পাচপাড়া এলাকার মারকাজুল হিদায়াহ মাদ্রাসার পরিচালক মুফতি ফরিদ আহম্মেদকে (৪০) শিশু নির্যাতনের অভিযোগে আটক করে ত্রিশাল থানা পুলিশ।

জানা গেছে হালুয়াঘাট উপজেলার শিশুটি (১৪) মারকাজুল হিদায়া মাদ্রাসা থাকত। লকডাউনের কারণে মাদ্রাসা বন্ধ থাকলেও মাদ্রাসা পরিচালক মুফতি ফরিদ আহম্মেদ মাদ্রাসাতেই থাকতেন। নির্যাতিত শিশু গত ২১ এপ্রিল থেকে মাদ্রাসায় অবস্থান করছিল। এ সময় মুফতি ফরিদ আহম্মেদ প্রায় দিনই তাকে যৌন নির্যাতন করতেন।

ঘটনার দিন গত ৮ এপ্রিল রাত অনুমান ১১টার সময় ফরিদ আহম্মেদ নির্যাতিত শিশুটিকে শারীরিক নির্যাতন করতে চাইলে সে বাধা দিলে তিনি ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটিকে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখান ফরিদ আহম্মেদ। পরে শিশুটি ঘর থেকে বের হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আমিনুল হক শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ভুক্তভোগী শিশুটির জবানবন্দি অনুযায়ী উপ-পরিদর্শক মোহাম্মদ আমিনুল হকের নেতৃত্বে ত্রিশাল থানা পুলিশের একটি দল উক্ত মাদ্রাসা থেকে মুফতি ফরিদ আহম্মেদকে গ্রেপ্তার করে। পরে শিশুটির মা হালুয়াঘাট থেকে খবর পেয়ে ত্রিশাল থানায় বাদী হয়ে মামলা করেন।

আসামি মুফতি ফরিদ আহম্মেদকে ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আসামি ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে অপরাধ স্বীকার করেন বলে জানা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত