ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২ 

নেত্রকোনা প্রতিনিধি
Thumbnail image

নেত্রকোনার বারহাট্টায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হচ্ছেন নেত্রকোনা সদর উপজেলার বাহিরচাপরা গ্রামের আবু বক্করের ছেলে হৃদয় মিয়া (১২) ও একই গ্রামের রতন মিয়ার ছেলে ইমন মিয়া (২০)। 

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে ইটবোঝাই একটি ট্রাক নেত্রকোনা থেকে থেকে কলমাকান্দার দিকে যাচ্ছিল। পথে বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় চালকসহ ট্রাকে থাকা তিনজন লাফিয়ে বেঁচে গেলেও দুজন ইটের নিচে চাপা পড়েন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের মরদেহ উদ্ধার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত