Ajker Patrika

নদীতে কাপড় ধুতে যাওয়া মায়ের পিছু নেয় শিশু, ভেসে উঠল লাশ 

নেত্রকোনা প্রতিনিধি
নদীতে কাপড় ধুতে যাওয়া মায়ের পিছু নেয় শিশু, ভেসে উঠল লাশ 

নেত্রকোনার নদীতে ডুবে তুষার সরকার নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তুষার উপজেলার বাঘাটিয়া গ্রামের সুজিত সরকারের ছেলে। 

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। 

শিশুর পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির পাশে থাকা ছেলা নদীতে শিশুটর মা কাপড় ধুতে যান। এ সময় শিশু তুষারও মায়ের পেছন পেছন নদীর ঘাটে যায়। তবে ছেলের পিছু নেওয়া বুঝতে পারেননি মা। 

কাপড় ধোয়ার পর বাড়ি চলেন আসেন মা। এ সময় তুষার নদীর পাড়েই রয়ে যায়। কিছুক্ষণ পর তুষারকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। অনেক খোজাখুঁজির পর নদীতে তুষারকে ভাসতে দেখেন বাবা সুজিত সরকার। পরে দ্রুত উদ্ধার করে খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খালিয়াজুরী থানার ভারপ্রাপত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা বলেন, পরিবারের সঙ্গর কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত