ছাত্রদল নেতার গুদাম থেকে ১৭ লাখ টাকার ভারতীয় কম্বল ও সিগারেট জব্দ

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ১৪
Thumbnail image

নেত্রকোনার কলমাকান্দায় ছাত্রদল নেতার গুদাম থেকে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কম্বল ও সিগারেট ফিল্টার জব্দ করেছে যৌথবাহিনী। গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রংছাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতির গুদামঘর থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে এই অভিযানে কাউকে আটক করা যায়নি।

জব্দ মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৩৩১টি কম্বল ও ১ লাখ ৪০ হাজার সিগারেটের ফিল্টার। এসবের আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

ছাত্রদল নেতা এরশাদুর রহমানের বাড়ি উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামে।

ছাত্রদল নেতার গুদাম থেকে জব্দ পণ্য। ছবি: সংগৃহীতনেত্রকোনার কলমাকান্দা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামাণিক নুহাশ এ তথ্য জানিয়েছেন। জব্দ মালামাল নেত্রকোনা ৩১ বিজিবির কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এরশাদুর রহমানের দলীয় পদের বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ। তিনি বলেন, ‘ঘটনাটি আমরাও শুনেছি। ছাত্রদলের কোনো নেতা বা কর্মী কোনো অপকর্ম করলে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত জিরো টলারেন্স। অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত