প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়ার হুমকি, আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৭: ৩৩
Thumbnail image

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কোনো এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়ার হুমকির ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদেরকে আজ শনিবার বেলা ১টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। 

দুজনকে গ্রেপ্তারের ঘটনায় আজ বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুজাত আলী কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান ও পিংনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন জয়। সাইদুল হাসান সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক। আর মোতাহার হোসেন জয় উপজেলা আওয়ামী লীগের সদস্য। 

সংবাদ সম্মেলনে বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী হয়েছেন মো. রফিকুল ইসলাম। তাঁর উপস্থিতিতে গ্রেপ্তার আওয়ামী লীগের নেতারা পিংনা ইউনিয়ন পরিষদের সামনে সম্প্রতি একটি সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাঁরা দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কোনো এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়ার হুমকি, হাত ভেঙে যমুনা নদীতে নিক্ষেপ করাসহ বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেন। 

হুমকি দেওয়া বক্তব্যের একটি ভিডিও ক্লিপ নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের নজরে আসে। যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ এবং উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৩-এর বিভিন্ন বিধান অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। পরবর্তীতে এ বিষয়ে প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হুমকিদাতা দুজনের বিরুদ্ধে গতকাল শুক্রবার সরিষাবাড়ী থানায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বাদী হয়ে সরিষাবাড়ি থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের পর হুমকিদাতা দুজনকে আজ শনিবার দুপুরে জেলা নির্বাচন অফিসের সামনে থেকে পুলিশ গ্রেপ্তার করে। 

এদিকে আনারস প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রতিবেদন আকারে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে। 

৮ মে সরিষাবাড়ি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত