প্রতিনিধি
শেরপুর: শেরপুরে পৌঁছেছে চীনের তৈরি সিনোফার্ম এর ১২ হাজার ডোজ টিকা। করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য আসে এসব টিকা। গত শুক্রবার বিকেলে একটি বিশেষ ফ্রিজার ভ্যানে করে আসা `সিনোফার্ম ভ্যাকসিন’ এর ওই টিকার চালান গ্রহণ করেন সিভিল সার্জন কার্যালয়ে জেলা ভ্যাকসিন কমিটির সদস্যরা।
শেরপুরে আসা ওই ১২ হাজার টিকা ২০টি ভায়েলের প্রতিটিতে ৬০০ করে ডোজ রয়েছে। ওই সব টিকায় ৬ হাজার জনকে প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, আজ (শনিবার) থেকেই চীনের তৈরি সিনোফার্ম এর টিকা প্রদান করা হবে। কেবলমাত্র শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ টিকা দান কেন্দ্র থেকে ওই টিকা দেওয়া হবে। প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড এস্ট্রজেনিকার কোভিড-১৯ ভ্যাকসিন শেরপুর জেলায় প্রথম ডোজ নিয়েছেন ৩৩ হাজার ৬৬০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ হাজার ৭৩১ জন। ভ্যাকসিন সংকটের কারণে গত ৫ মে থেকে জেলায় করোনা টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এদিকে জেলা সদর হাসপাতালে টিকা গ্রহণের জন্য ২০ হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে ৫ হাজার মানুষ প্রথম ডোজের টিকাই নিতে পারেননি। এ ছাড়া ১২ হাজার মানুষ প্রথম ডোজের টিকা নিলেও তাঁরা দ্বিতীয় ডোজের টিকা পাননি। এখন অন্য কোম্পানির টিকা নিতে গেলে তাঁদের নতুন করে অন্য কোম্পানির প্রথম ডোজের টিকা নিয়ে পরে দ্বিতীয় ডোজের টিকা নিতে হবে। তবে এবারের টিকা তাঁদের দেওয়া হবে না বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এদিকে জেলায় করোনা শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩ জনের। তাঁদের মধ্যে শেরপুর সদরে ৫৯৪ জন, নকলায় ১৫৩, নালিতাবাড়ীতে ১২২, ঝিনাইগাতীতে ৫৮ ও শ্রীবরদী উপজেলায় ৭৬ জন আছেন। এ সময়ে সুস্থ হয়েছেন ৭৫৭ জন। মারা গেছেন ১৯ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছেন ২২৮ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন। বাকিরা বাসায় আইসোলেশনে রয়েছেন। চলতি মাসে জেলায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। ১৮ জুন পর্যন্ত জেলায় ২৪৬ জন রোগীর করোনা শনাক্ত হয়।
শেরপুর: শেরপুরে পৌঁছেছে চীনের তৈরি সিনোফার্ম এর ১২ হাজার ডোজ টিকা। করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য আসে এসব টিকা। গত শুক্রবার বিকেলে একটি বিশেষ ফ্রিজার ভ্যানে করে আসা `সিনোফার্ম ভ্যাকসিন’ এর ওই টিকার চালান গ্রহণ করেন সিভিল সার্জন কার্যালয়ে জেলা ভ্যাকসিন কমিটির সদস্যরা।
শেরপুরে আসা ওই ১২ হাজার টিকা ২০টি ভায়েলের প্রতিটিতে ৬০০ করে ডোজ রয়েছে। ওই সব টিকায় ৬ হাজার জনকে প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, আজ (শনিবার) থেকেই চীনের তৈরি সিনোফার্ম এর টিকা প্রদান করা হবে। কেবলমাত্র শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ টিকা দান কেন্দ্র থেকে ওই টিকা দেওয়া হবে। প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড এস্ট্রজেনিকার কোভিড-১৯ ভ্যাকসিন শেরপুর জেলায় প্রথম ডোজ নিয়েছেন ৩৩ হাজার ৬৬০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ হাজার ৭৩১ জন। ভ্যাকসিন সংকটের কারণে গত ৫ মে থেকে জেলায় করোনা টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এদিকে জেলা সদর হাসপাতালে টিকা গ্রহণের জন্য ২০ হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে ৫ হাজার মানুষ প্রথম ডোজের টিকাই নিতে পারেননি। এ ছাড়া ১২ হাজার মানুষ প্রথম ডোজের টিকা নিলেও তাঁরা দ্বিতীয় ডোজের টিকা পাননি। এখন অন্য কোম্পানির টিকা নিতে গেলে তাঁদের নতুন করে অন্য কোম্পানির প্রথম ডোজের টিকা নিয়ে পরে দ্বিতীয় ডোজের টিকা নিতে হবে। তবে এবারের টিকা তাঁদের দেওয়া হবে না বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এদিকে জেলায় করোনা শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩ জনের। তাঁদের মধ্যে শেরপুর সদরে ৫৯৪ জন, নকলায় ১৫৩, নালিতাবাড়ীতে ১২২, ঝিনাইগাতীতে ৫৮ ও শ্রীবরদী উপজেলায় ৭৬ জন আছেন। এ সময়ে সুস্থ হয়েছেন ৭৫৭ জন। মারা গেছেন ১৯ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছেন ২২৮ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন। বাকিরা বাসায় আইসোলেশনে রয়েছেন। চলতি মাসে জেলায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। ১৮ জুন পর্যন্ত জেলায় ২৪৬ জন রোগীর করোনা শনাক্ত হয়।
নোয়াখালীর চাটখিলে ফেসবুক লাইভে এসে জয় বাংলা স্লোগান দেওয়া এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দারগার বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। ওই যুবলীগ কর্মীর নাম ইউসুফ দফাদার। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুরের দফাদার বাড়ির বাসিন্দা।
১ সেকেন্ড আগেনিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন উপজেলার ছোট খোঁচাবাড়ি গ্রামের সাঁওতাল পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ইউএনও কার্যালয়ে অবস্থান নেন তাঁরা।
১২ মিনিট আগেঅন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগের আদেশ প্রত্যাহার ও নিজ বিভাগ থেকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের
১৫ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে সাদাপোশাকে সড়কে অভিযান চালানো পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ছিনতাইকারী সন্দেহে আটকে রাখেন স্থানীয় লোকজন। দুই ঘণ্টা পর পুলিশ গিয়ে ফিরোজ রানা নামের ওই এএসআইকে উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনার পর তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
১৮ মিনিট আগে