জমিতে কীটনাশক ছিটাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ২২: ৩৪
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ২২: ৫০

নেত্রকোনার বারহাট্টায় শাক খেতে কীটনাশক ছিটাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার সিংধা ইউনিয়নের বাসাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আপন চন্দ্র দাস (১৫) একই গ্রামের নকুল কুমার দাসের ছেলে ও এলাকার ননি গোপাল মঞ্জুশ্রী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

আজ রাত ১০টার দিকে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকেলে বাড়ির পাশে লাল শাকের খেতে কীটনাশক ছিটাতে যায় আপন। এ সময় খেতে বৈদ্যুতিক সেচ মোটরের তারের সঙ্গে পেঁচিয়ে বিদ্যুতায়িত হয় আপন। দ্রুত তাকে উদ্ধার করে পাশের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন থানায় আসছেন। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত