নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংগুয়ার বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে প্রশাসন। আজ সোমবার দুপুরে জব্দ করা ১১টি চায়না দুয়ারি জাল, ৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়।
এর আগে রোববার বিকেলে সিংগুয়ার বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি ও স্থানীয়দের উপস্থিতিতে উপজেলা মৎস্য অফিসের সামনে আজ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সিংগুয়ার বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল দিয়ে দিনরাত মা মাছ, পোনাসহ দেশীয় মাছ ধরছে এলাকার কিছু মানুষ। এমনকি মাছ ধরতে বিলের পাড়ে স্থাপনাও তৈরি করেছে। খবর পেয়ে গতকাল রোববার বিকেলে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও থানা পুলিশের একটি দল তাঁর সঙ্গে ছিলেন। অভিযানে ১১টি চায়না দুয়ারি জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় একটি অবৈধ স্থাপনাও ভেঙে দেওয়া হয়।
তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্ট লোকজন সটকে পড়েন। পরে আজ সোমবার দুপুরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ জানান, এসব জালে মাছের পোনাসহ নানা জলজ প্রাণীও উঠে আসে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মা মাছ, রেণু পোনা নিধন বন্ধ ও জীববৈচিত্র্য রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।
নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংগুয়ার বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে প্রশাসন। আজ সোমবার দুপুরে জব্দ করা ১১টি চায়না দুয়ারি জাল, ৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়।
এর আগে রোববার বিকেলে সিংগুয়ার বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি ও স্থানীয়দের উপস্থিতিতে উপজেলা মৎস্য অফিসের সামনে আজ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সিংগুয়ার বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল দিয়ে দিনরাত মা মাছ, পোনাসহ দেশীয় মাছ ধরছে এলাকার কিছু মানুষ। এমনকি মাছ ধরতে বিলের পাড়ে স্থাপনাও তৈরি করেছে। খবর পেয়ে গতকাল রোববার বিকেলে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও থানা পুলিশের একটি দল তাঁর সঙ্গে ছিলেন। অভিযানে ১১টি চায়না দুয়ারি জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় একটি অবৈধ স্থাপনাও ভেঙে দেওয়া হয়।
তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্ট লোকজন সটকে পড়েন। পরে আজ সোমবার দুপুরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ জানান, এসব জালে মাছের পোনাসহ নানা জলজ প্রাণীও উঠে আসে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মা মাছ, রেণু পোনা নিধন বন্ধ ও জীববৈচিত্র্য রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৩ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৩ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৪ ঘণ্টা আগে