Ajker Patrika

জামালপুরে ১৩ গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি 
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১৩: ৩৭
সরিষাবাড়ি উপজেলার বলার দিয়া মাঠে অনুষ্ঠিত ঈদের জামাত। ছবি: আজকের পত্রিকা
সরিষাবাড়ি উপজেলার বলার দিয়া মাঠে অনুষ্ঠিত ঈদের জামাত। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ীর ১৩ গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। ঈদের নামাজে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নিয়েছেন।

আজ রোববার সকাল ৮টায় পৌরসভার বলার দিয়ার মাস্টারবাড়ি জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত ঈদের জামাতে ১২ গ্রামের নারী-পুরুষ অংশ নেন।

বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন। উপজেলার বলারদিয়ার, মুলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুটিয়ারপাড়, ও বগারপাড় গ্রামের তিন শতাধিক মানুষ এ নামাজে অংশগ্রহণ করেন। নারীদের জামাতে নামাজ আদায় করার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়।

ইমাম মাওলানা আজিম উদ্দিন বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজানের রোজা শুরু হয়। তাই তাদের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ ও ঈদ আনন্দ উদ্‌যাপন করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, দীর্ঘদিন ধরে এ উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় আজ বুধবার সকালেও সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে এ উপজেলায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত