Ajker Patrika

বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি আশিক, সম্পাদক আতিক

বাকৃবি প্রতিনিধি
বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি আশিক, সম্পাদক আতিক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ২০২৩ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দ্য এশিয়ান এইজ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আতিকুর রহমান।

আজ শনিবার দুপুর ১টার দিকে বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচন হয়। এতে সদ্য বিদায়ী সভাপতি রাকিবুল হাসান প্রধান নির্বাচন কমিশনার এবং সংগঠনটির সাবেক সভাপতি দীন মোহাম্মদ দীনু এবং মো. শাহীদুজ্জামান সাগর সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। 

কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি আজকের পত্রিকার মো. হাবিবুর রহমান রনি, যুগ্মসম্পাদক দৈনিক নয়া শতাব্দীর তানিউল করিম জীম, সাংগঠনিক সম্পাদক ঢাকা পোস্টের মুসাদ্দিকুল ইসলাম তানভীর, কোষাধ্যক্ষ দৈনিক খোলা কাগজের ইফতে খারুল ইসলাম সৈকত, দপ্তর সম্পাদক দৈনিক সকালের সময়ের মো. আমান উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজকের বিজনেস বাংলাদেশের ইসরাত জাহান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ক্যাম্পাস লাইভ ২৪ এর মো রায়হান আবিদ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বার্তা বাজার অনলাইনের সাকিবা আক্তার লাবণ্য। 
 
এছাড়াও কমিটি সদস্য হিসেবে রয়েছেন আবুল বাশার মিরাজ, শাহীন সরদার ও মো. রাফি উল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আউয়াল মিয়া ও রাকিবুল হাসান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত