ভালুকায় আমন ধান কাটার উৎসব

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ১২: ৫৬

ভালুকায় কৃষকের ঘরে ঘরে নবান্নের উৎসব জমে উঠেছে। সবুজ মাঠ সোনালি রঙের পাকা ধানে ভরপুর। মাঠে মাঠে চলছে ধান কাটার মহোৎসব। কৃষকের উঠোনে সোনা রাঙা ধানে শোভা পাচ্ছে। বাড়ির আঙিনায় নতুন ধান ঘরে তুলতে মহা ব্যস্ত দিন পার করছেন কৃষাণ-কৃষাণীরা। এক দিকে ধান কাটা আর অন্য দিকে ধান মাড়াই নিয়ে ব্যস্ত তাঁরা। 

উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ নিয়ে মাঠে কাজ করছেন শ্রমিক ও কৃষকেরা। খেতে কেউ ধান কাটছে আবার কেউবা ধানের আঁটি বাঁধছে। আবার কেউ ধানের আঁটি মাথায় নিয়ে উঠোনে তুলছে। ধান মাড়াই করে শুকিয়ে নিচ্ছেন কৃষাণীরা। 

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। ভালো ফলনে কৃষকের মুখে ফুটেছে তৃপ্তির হাসি। হাটে-বাজারে ধানের দাম একটু কম। হিসাব কষে এবার লাভের কথাই ভাবছেন তাঁরা। 

গ্রামে গ্রামে নবান্নের আনন্দে নতুন ধান ঘরে তুলতে কৃষাণ-কৃষাণীরা দম ফেলার সময় নেই। নতুন ধান বিক্রি করে ছেলে মেয়ে ও স্ত্রীর জন্য শীতের কাপড় কিনবেন এমন কথাও বলছেন অনেকেই। এ বছর চালের বাজার চড়া থাকায় ধানের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলন ভালো হওয়ায় গেল বছরের মতো এবার লোকসানের আশঙ্কা নেই। 

উপজেলার হবিরবাড়ী গ্রামের কৃষক রমজান আলী বলেন, গত বছরের চেয়ে এ বছর ফলন ভালো হয়েছে। পাশাপাশি ধানের বাজারও চাঙা। তাই লোকসান হওয়ার শঙ্কা নেই বলে জানান তাঁরা। 

উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, এ বছর 'ব্রি-৪৯ ', 'ব্রি-৫১ ', 'রনজিত', আগে ভাগে পেকেছে। অন্য জাতের ধানগুলোও পাকতে আরও সপ্তাহ খানিক সময় লাগবে। এ বছর একর প্রতি ফলন হয়েছে ৫০-৫৫ মণ। সরকারি বাজার মূল্য প্রতি মন ধান ১ হাজার ৮০ টাকা। তবে বিভিন্ন ঝামেলার কারণে এলাকায় ৯৫০-১০০০ টাকা দামে ধান বিক্রি করছে। তিনি আরও বলেন, কৃষি বান্ধব সরকারের নানা মুখী উদ্যোগের ফলে কৃষকের মাঝে বোরো ধান চাষে আগ্রহ বেড়েছে। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বুলবুল আহাম্মদ বলেন, ‘সরকার সঠিক সময়ে ধানের বাজার মূল্য ঘোষণা করেছে। সরকার আমন ধানের বাজার মূল্য ১ হাজার ৮০ টাকা নির্ধারিত করেছে। আমরা সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করব। যাতে কৃষকেরা তাঁদের ঘাম ঝরানো ফসলের ন্যায্য মূল্য পায়।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত