Ajker Patrika

ব্রহ্মপুত্র নদে নিখোঁজের পর স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ব্রহ্মপুত্র নদে নিখোঁজের পর স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ব্রহ্মপুত্র নদে বেড়াতে গিয়ে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে স্কুলশিক্ষার্থী তাসলিম আলম তামিম (১৪)। পানি কম থাকায় সাঁতার না জানলেও সে পানিতে নামে। হাঁটতে হাঁটতে চলে যায় নদীর মাঝখানে। এক সময় গর্তে পড়ে ডুবে নিখোঁজ হয়। গতকাল রোববার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বারইগাঁওয়ের ব্রহ্মপুত্র নদে এই ঘটনা ঘটে। 

এরপর আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলের কাছাকাছি জায়গা থেকে দীর্ঘ চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। নিহত শিক্ষার্থী তামিম ত্রিশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাউসার আলীর ছেলে। 

তামিমের স্বজনদের দাবি, রোববার দুপুর ১২টার দিকে বন্ধুদের নিয়ে সরকারি নজরুল একাডেমির অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী ঘুরতে যায় ব্রহ্মপুত্র নদের পাড়ে। নদীর পানিতে পড়ে ডুবতে থাকা অবস্থায় তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় তার বন্ধু মারজুক। সাঁতার না জানায় ডুবে যেতে থাকে সেও। এ দৃশ্য দেখতে পেয়ে ঘটনার কাছাকাছি থাকা নৌকার এক তরুণ মারজুককে উদ্ধার করতে পারলেও তামিম নিখোঁজ হয়। 

তামিমের পরিবার জানায়, জন্মের পর পরই মাকে হারায় তামিম। শেষ ভরসা হিসেবে বাবাকে পেয়েছিল মাত্র এক বছর। বাবা-মাকে হারিয়ে তামিম বেড়ে ওঠে তার দাদির কাছে। 

এর আগে রোববার রাত পর্যন্ত ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। রাতে অভিযান বন্ধ থাকার পর আবার সোমবার সকাল থেকে উদ্ধার কার্যক্রম চালায়। 

ত্রিশাল সরকারি নজরুল একাডেমির প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন বলেন, ‘তামিম আমার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গতকাল রোববার কালির বাজার এলাকার বারইগ্রাম মোড়ের ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে ও ছবি তুলতে গিয়ে সে নিখোঁজ হয়েছিল।’ 

এ বিষয়ে ঘটনাস্থলে কর্মরত ডুবুরি দলের টিম লিডার মো. হানিফ মিয়া বলেন, ‘নিখোঁজ শিক্ষার্থী তামিমের সন্ধান পাওয়া গেছে। তার মরদেহ আমরা দীর্ঘ চেষ্টার পর উদ্ধার করতে সক্ষম হই।’ 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচ বন্ধু মিলে ব্রহ্মপুত্র নদের ওই স্থানে গোসল করতে নামে। তখন তামিম নামে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়ে যায়। আজ বিকেল সাড়ে তিনটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত