ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ব্রহ্মপুত্র নদে বেড়াতে গিয়ে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে স্কুলশিক্ষার্থী তাসলিম আলম তামিম (১৪)। পানি কম থাকায় সাঁতার না জানলেও সে পানিতে নামে। হাঁটতে হাঁটতে চলে যায় নদীর মাঝখানে। এক সময় গর্তে পড়ে ডুবে নিখোঁজ হয়। গতকাল রোববার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বারইগাঁওয়ের ব্রহ্মপুত্র নদে এই ঘটনা ঘটে।
এরপর আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলের কাছাকাছি জায়গা থেকে দীর্ঘ চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। নিহত শিক্ষার্থী তামিম ত্রিশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাউসার আলীর ছেলে।
তামিমের স্বজনদের দাবি, রোববার দুপুর ১২টার দিকে বন্ধুদের নিয়ে সরকারি নজরুল একাডেমির অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী ঘুরতে যায় ব্রহ্মপুত্র নদের পাড়ে। নদীর পানিতে পড়ে ডুবতে থাকা অবস্থায় তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় তার বন্ধু মারজুক। সাঁতার না জানায় ডুবে যেতে থাকে সেও। এ দৃশ্য দেখতে পেয়ে ঘটনার কাছাকাছি থাকা নৌকার এক তরুণ মারজুককে উদ্ধার করতে পারলেও তামিম নিখোঁজ হয়।
তামিমের পরিবার জানায়, জন্মের পর পরই মাকে হারায় তামিম। শেষ ভরসা হিসেবে বাবাকে পেয়েছিল মাত্র এক বছর। বাবা-মাকে হারিয়ে তামিম বেড়ে ওঠে তার দাদির কাছে।
এর আগে রোববার রাত পর্যন্ত ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। রাতে অভিযান বন্ধ থাকার পর আবার সোমবার সকাল থেকে উদ্ধার কার্যক্রম চালায়।
ত্রিশাল সরকারি নজরুল একাডেমির প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন বলেন, ‘তামিম আমার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গতকাল রোববার কালির বাজার এলাকার বারইগ্রাম মোড়ের ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে ও ছবি তুলতে গিয়ে সে নিখোঁজ হয়েছিল।’
এ বিষয়ে ঘটনাস্থলে কর্মরত ডুবুরি দলের টিম লিডার মো. হানিফ মিয়া বলেন, ‘নিখোঁজ শিক্ষার্থী তামিমের সন্ধান পাওয়া গেছে। তার মরদেহ আমরা দীর্ঘ চেষ্টার পর উদ্ধার করতে সক্ষম হই।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচ বন্ধু মিলে ব্রহ্মপুত্র নদের ওই স্থানে গোসল করতে নামে। তখন তামিম নামে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়ে যায়। আজ বিকেল সাড়ে তিনটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।’
ব্রহ্মপুত্র নদে বেড়াতে গিয়ে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে স্কুলশিক্ষার্থী তাসলিম আলম তামিম (১৪)। পানি কম থাকায় সাঁতার না জানলেও সে পানিতে নামে। হাঁটতে হাঁটতে চলে যায় নদীর মাঝখানে। এক সময় গর্তে পড়ে ডুবে নিখোঁজ হয়। গতকাল রোববার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বারইগাঁওয়ের ব্রহ্মপুত্র নদে এই ঘটনা ঘটে।
এরপর আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলের কাছাকাছি জায়গা থেকে দীর্ঘ চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। নিহত শিক্ষার্থী তামিম ত্রিশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাউসার আলীর ছেলে।
তামিমের স্বজনদের দাবি, রোববার দুপুর ১২টার দিকে বন্ধুদের নিয়ে সরকারি নজরুল একাডেমির অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী ঘুরতে যায় ব্রহ্মপুত্র নদের পাড়ে। নদীর পানিতে পড়ে ডুবতে থাকা অবস্থায় তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় তার বন্ধু মারজুক। সাঁতার না জানায় ডুবে যেতে থাকে সেও। এ দৃশ্য দেখতে পেয়ে ঘটনার কাছাকাছি থাকা নৌকার এক তরুণ মারজুককে উদ্ধার করতে পারলেও তামিম নিখোঁজ হয়।
তামিমের পরিবার জানায়, জন্মের পর পরই মাকে হারায় তামিম। শেষ ভরসা হিসেবে বাবাকে পেয়েছিল মাত্র এক বছর। বাবা-মাকে হারিয়ে তামিম বেড়ে ওঠে তার দাদির কাছে।
এর আগে রোববার রাত পর্যন্ত ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। রাতে অভিযান বন্ধ থাকার পর আবার সোমবার সকাল থেকে উদ্ধার কার্যক্রম চালায়।
ত্রিশাল সরকারি নজরুল একাডেমির প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন বলেন, ‘তামিম আমার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গতকাল রোববার কালির বাজার এলাকার বারইগ্রাম মোড়ের ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে ও ছবি তুলতে গিয়ে সে নিখোঁজ হয়েছিল।’
এ বিষয়ে ঘটনাস্থলে কর্মরত ডুবুরি দলের টিম লিডার মো. হানিফ মিয়া বলেন, ‘নিখোঁজ শিক্ষার্থী তামিমের সন্ধান পাওয়া গেছে। তার মরদেহ আমরা দীর্ঘ চেষ্টার পর উদ্ধার করতে সক্ষম হই।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচ বন্ধু মিলে ব্রহ্মপুত্র নদের ওই স্থানে গোসল করতে নামে। তখন তামিম নামে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়ে যায়। আজ বিকেল সাড়ে তিনটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে