নেত্রকোনায় ডোবায় ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
Thumbnail image

নেত্রকোনার কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আরাফাত হোসেন (১)। তেরোতোপা গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে সে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আরাফাতকে বিছানায় রেখে তার মা রান্নাঘরে কাজ করছিলেন। আরাফাত হামাগুড়ি দিয়ে নেমে তাদের বসতঘর সংলগ্ন ডোবায় পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে ডোবার পানিতে আরাফাতকে ভাসতে দেখে পরিবারের লোকজন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমন পাল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই আরাফাতের মৃত্যু হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে আরাফাতের লাশ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত